ভুটানে আছড়ে পড়ল 'চিতা', মৃত ভারতীয় সেনাবাহিনীর এক পাইলট-সহ দুইজন

Published : Sep 27, 2019, 05:26 PM IST
ভুটানে আছড়ে পড়ল 'চিতা', মৃত ভারতীয় সেনাবাহিনীর এক পাইলট-সহ দুইজন

সংক্ষিপ্ত

ভারতীয় সেনাবাহিনীর একটি চিতা হেলিকপ্টার ভেঙে পড়ল ভুটানে দুই পাইলটেরই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে একজন ভারতীয় সেনাবাহিনীর লেফট্যানেন্ট কর্নেল অপরজন ভুটান সেনাবাহিনীর পাইলট  

ভারতীয় সেনাবাহিনীর একটি চিতা হেলিকপ্টার ভেঙে পড়ল ভুটানে। ঘটনায় দুই পাইলটেরই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এঁদের মধ্যে একজন ভারতীয় সেনাবাহিনীর লেফট্যানেন্ট কর্নেল ব়্যাঙ্কের আর অপরজন ভুটান সেনাবাহিনীর পাইলট। তিনি ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে প্রশিক্ষণ নিচ্ছিলেন।

জানা গিয়েছে য়োনফুলাতে চিতা হেলিকপ্টারটি ল্যান্ড করার কথা ছিল। কিন্তু ল্যন্ডিং-এর সময়ই এএটি কাছের খেনতোংমনি পাহাড়ে আছড়ে পড়ে। দুই পাইলটই ঘটনাস্থলেই মারা যান।

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে ক্যাপ্টেন আমান আনন্দ জানিয়েছেন, অরুণাচল প্রদেশের খিরমু থেকে রওনা দিয়ে হেলিকপ্টারটির ভুটানের ইয়োংফুলা-তে যাওয়ার কথা ছিল। কিন্তু বেলা ১টার পরই রেডিও ও ভিসুয়াল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপরই দুর্ঘটার কথা জানা যায়।

আনন্দ আরও জানিয়েছেন ইতিমধ্যেই অনুসন্ধান ও উদ্ধারকাজের জন্য একটি বিশেষ দল পাঠানো হয়েছে ইয়োংফুলা থেকে। তারা ইতিমধ্যেই হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে।

 

PREV
click me!

Recommended Stories

জনগণনা ২০২৭: ৩০ লক্ষ কর্মী, ১১,৭১৮ কোটি টাকা বাজেট, বিশ্বের বৃহত্তম সমীক্ষা
আর্টিলারি বৈঠকে সেনাপ্রধান, প্রযুক্তি-চালিত যুদ্ধের প্রশিক্ষণ পর্যালোচনা