ভারতে মোট করোনা রোগীর সংখ্যা ৭.৪ লক্ষ ছাড়ালো, ঈশান কোনে জমছে 'নতুন আশঙ্কা'র মেঘ

বুধবার সকালে ভারতের মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ৭.৪ লক্ষ ছাড়িয়ে গেল

মৃতের সংখ্যা পৌঁছেছে প্রায় ২১,০০০-এ

সরকার অবশ্য এখনও নিয়ন্ত্রিত সংক্রমণের দাবি করছে

অন্যদিকে দেশে বাড়ছে অন্য উদ্বেগ

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী বুধবার ভারতের কোভিড-১৯ রোগাীর সংখ্যা ৭.৪ লক্ষ ছাড়িয়ে গেল। অন্যদিকে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০,৬৪২ জন। করোনাভাইরাস সংক্রমণের দাপট এই মুহূর্তে দেশে তীব্র আকার ধারণ করার পরও অবশ্য সরকারের দাবি, প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় করোনাভাইরাস সংক্রমণ এবং প্রাণহানির সংখ্যায় পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো অবস্থায় আছে ভারত।

স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ভারতে করোনাভাইরাস জনিত কারণে ৪৮২ জনের মৃত্যু হয়েছে। এবং প্রায় ২২,৭৫২ জন নতুন করোনাভাইরাস আক্রান্তের সন্ধান মিলেছে। সবমিলিয়ে দেশে এখন সক্রিয় করোনভাইরাস কেসের সংখ্যা দাঁড়িয়েছে ২.৬ লক্ষে।

Latest Videos

সেই সঙ্গে মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে ভারতে কোভিড -১৯ পরীক্ষার সংখ্যা ১ কোটি ৪০ লক্ষ ছাপিয়ে গিয়েছে। তাদের তথ্য বলছে বুধবার সকাল পর্যন্ত ভারতে মোট কোভিড পরীক্ষা হয়েছে ১,০৪,৭৩,৭৭১ টি। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকালের মধ্যে নমুনা পরীক্ষা হয়েছে ২,৬২,৬৭৯টি, বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ।

তবে আশঙ্কার বিষয় হলো ববর্তমানে ভারতে প্রতিদিনই কোভিড-১৯ জনিত কারণে নথিভুক্ত মৃত্যুর সংখ্যা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘন্টায় ভারতে মৃত্যুর সংখ্যাটা কিছুটা কম থাকলেও, গত ৪ জুলাই অর্থাৎ শনিবার ভারতে ২৪ ঘন্টায় ৬১৩ জনের মৃত্যু হয়েছিল। ওই দিন গোটা বিশ্বের মধ্যে ভারতের থেকে করোনা মৃতের সংখ্যা একমাত্র বেশি ছিল ব্রাজিলে (১,০৯৯)। এর আগে এই বিষয়ে ব্রাজিল, মেক্সিকো এবং আমেরিকার চেয়ে পিছিয়ে ছিল ভারত।

 

Share this article
click me!

Latest Videos

'মমতা পশ্চিমবঙ্গে ১ কোটি রোহিঙ্গা ঢুকিয়েছে', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু
কেউ পেয়েছে ২০০, কেউ ৫০! মালদায় গাছ থেকে টাকার বৃষ্টি! ব্যাপারটা কি | Malda News Today
'এই CBI মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে' CBI-র গেটে প্রতীকী তালা লাগিয়ে বিক্ষোভ ডাক্তারদের | RG Kar