ধর্ষণ করেছেন ১৩৯ জন, ৪২ পৃষ্ঠার এফআইআর-এ ভয়ঙ্কর অভিযোগ ২৫ বছরের যুবতীর

Published : Aug 23, 2020, 12:35 PM IST
ধর্ষণ করেছেন ১৩৯ জন, ৪২ পৃষ্ঠার এফআইআর-এ ভয়ঙ্কর অভিযোগ ২৫ বছরের যুবতীর

সংক্ষিপ্ত

১৩৯ জন তাঁকে ধর্ষণ করেছেন গত কয়েক বছর ধরে তাদের হুমকির চাপে মুখ বুজে সয়েছেন চাঞ্চল্যকর অভিযোগ করলেন হায়দরাবাদের এক যুবতী তাঁর অভিযোগে এফআইআর লেখা হল ৪২ পৃষ্ঠার  

২৫ বছর বয়সী এক মহিলা অভিযোগ করেছেন গত কয়েক বছর ধরে অন্তত ১৩৯ জন তাঁকে ধর্ষণ করেছেন। এই বিষয়ে গত শুক্রবার পুলিশ একটি মামলাও দায়ের করেছে। চাঞ্চল্যকর এই অভিযোগটি উঠেছে হায়দরাবাদে, যেখানে গত বছরই এক চিকিৎসক তরুণীর গণধর্ষণ নিয়ে সাড়া পড়ে গিয়েছিল গোটা দেশে।

জানা গিয়েছে ২০১০ সালে অভিযোগকারিনীর বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের এক বছরের মধ্যেই স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যার তাঁর। ওই মহিলা অভিযোগ করেছেন, তার প্রাক্তন স্বামীর পরিবারের সদস্যরাও তাঁর যৌন হয়রানি করেছিল। তারপর থেকে গত কয়েক বছরে বিভিন্ন জায়গায় তাকে ১৩৯ জন লোক ক্রমাগত তাঁকে হুমকি দিয়েছে এবং যৌন নির্যাতন করেছে, ধর্ষণ করেছে। এমনটাই ওই মহিলার অভিযোগ। তিনি আরও জানিয়েছেন অভিযুক্তদের হুমকির কারণে ভয় ও আতঙ্কেই তিনি এতদিন পুলিশের কাছে অভিযোগ জানাতে পারেননি।

মহিলার অভিযোগের ভিত্তিতে গত শুক্রবার ভারতীয় গণ্ডবিধির প্রাসঙ্গিক আইপিসি ধারায় এবং ওই মহিলা দলিত হওয়ায় এসসি / এসটি অত্যাচার প্রতিরোধ আইনের প্রাসঙ্গিক ধারাতেও একটি মামলা দায়ের করা হয়েছে। এফআইআর লেখা হয়েছে ৪২ পাতার। আর ওই মহিলাটিকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এই ভয়ঙ্কর অভিযোগের মামলায় আপাতত তদন্ত শুরু করছে পুঞ্জাগুট্টা থানার পুলিশ।

 

PREV
click me!

Recommended Stories

8th pay Commission: ১৮ হাজার থেকে বেড়ে ৫১,৪৮০ টাকা? বেতন ও পেনশন নিয়ে সংশয় কাটাল কেন্দ্র
সংসদে ওয়াইসি ধামাকা! কী এমন বললেন ওয়াইসি?, করতালিতে ফেটে পড়ল সংসদ