ধর্ষণ করেছেন ১৩৯ জন, ৪২ পৃষ্ঠার এফআইআর-এ ভয়ঙ্কর অভিযোগ ২৫ বছরের যুবতীর

১৩৯ জন তাঁকে ধর্ষণ করেছেন

গত কয়েক বছর ধরে তাদের হুমকির চাপে মুখ বুজে সয়েছেন

চাঞ্চল্যকর অভিযোগ করলেন হায়দরাবাদের এক যুবতী

তাঁর অভিযোগে এফআইআর লেখা হল ৪২ পৃষ্ঠার

 

২৫ বছর বয়সী এক মহিলা অভিযোগ করেছেন গত কয়েক বছর ধরে অন্তত ১৩৯ জন তাঁকে ধর্ষণ করেছেন। এই বিষয়ে গত শুক্রবার পুলিশ একটি মামলাও দায়ের করেছে। চাঞ্চল্যকর এই অভিযোগটি উঠেছে হায়দরাবাদে, যেখানে গত বছরই এক চিকিৎসক তরুণীর গণধর্ষণ নিয়ে সাড়া পড়ে গিয়েছিল গোটা দেশে।

জানা গিয়েছে ২০১০ সালে অভিযোগকারিনীর বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের এক বছরের মধ্যেই স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যার তাঁর। ওই মহিলা অভিযোগ করেছেন, তার প্রাক্তন স্বামীর পরিবারের সদস্যরাও তাঁর যৌন হয়রানি করেছিল। তারপর থেকে গত কয়েক বছরে বিভিন্ন জায়গায় তাকে ১৩৯ জন লোক ক্রমাগত তাঁকে হুমকি দিয়েছে এবং যৌন নির্যাতন করেছে, ধর্ষণ করেছে। এমনটাই ওই মহিলার অভিযোগ। তিনি আরও জানিয়েছেন অভিযুক্তদের হুমকির কারণে ভয় ও আতঙ্কেই তিনি এতদিন পুলিশের কাছে অভিযোগ জানাতে পারেননি।

Latest Videos

মহিলার অভিযোগের ভিত্তিতে গত শুক্রবার ভারতীয় গণ্ডবিধির প্রাসঙ্গিক আইপিসি ধারায় এবং ওই মহিলা দলিত হওয়ায় এসসি / এসটি অত্যাচার প্রতিরোধ আইনের প্রাসঙ্গিক ধারাতেও একটি মামলা দায়ের করা হয়েছে। এফআইআর লেখা হয়েছে ৪২ পাতার। আর ওই মহিলাটিকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এই ভয়ঙ্কর অভিযোগের মামলায় আপাতত তদন্ত শুরু করছে পুঞ্জাগুট্টা থানার পুলিশ।

 

Share this article
click me!

Latest Videos

Rashifal : রবিবার সারাদিন কেমন কাটবে? দেখুন আজকের ১২টি রাশির রাশিফল
Suvendu Adhikari : 'যারা হিন্দু ধর্মের অপমান করছেন তাঁরা খুব তাড়াতাড়ি ধ্বংস হবে', মন্তব্য শুভেন্দুর
Sukanta Majumdar Live: স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উদযাপনে সুকান্ত, দেখুন সরাসরি
‘Bangladesh পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে!’ বিস্ফোরক মন্তব্য Sovondeb Chatterjee-এর
'শুধু ভোটটা লুঠ করে দিন' | Suvendu Adhikari | #shorts | #suvenduadhikari | #bjp | #tmc |