অ্যাডভেঞ্চার পার্কে রাইড ভেঙে মৃত ৩, আহত অন্তত ২৮

  • ছুটির আনন্দে ঘনিয়ে এল বিষাদ
  • অ্যাডভেঞ্চার পার্কে রাইড ভেঙে মৃত ৩
  •  আহত অন্তত ২৮
  • ক্ষতিপূরণের ঘোষণা করল পৌরসভা

 

Indrani Mukherjee | Published : Jul 15, 2019 5:29 AM IST

পরিবার কিংবা বন্ধুবান্ধব নিয়ে সপ্তাহন্তে আনন্দ করার শেষটা যে কী ভয়ানক হতে পারে তা হয়তে ঘুণাক্ষরেও টের পাননি তাঁরা। সবকিছুই ঠিকঠাকই চলছিল। কিন্তু আচমকাই ঘটে গেল এক আকস্মিক দুর্ঘটনা। অ্যাডভেঞ্চার পার্কে জয় রাইড ভেঙে পড়ে মৃত্যু হল তিন জনের। আহত প্রায় ২৮।

ঘটনাটি ঘটেছে গুজরাতের আহমেদাবাদের কাঙ্কারিয়া অ্যাডভেঞ্চার পার্কে। সেখানকার একটি পেন্ডুলামের মতো জয়রাইড ছিল আগতদের কাছে অন্যতম আকর্ষণের। সেই জয়রাইডে ৩১জনের বসার আসন রয়েছে। সূত্রের খবর রবিবার বিকেল ৫টা নাগাদ বিকট আওয়াজে হঠাৎ কেঁপে ওঠে পার্ক চত্ত্বর। আচমকাই সশব্দে ভেঙে পড়ে জয়রাইডটি। রাইডটি যে দন্ডায়মান পোলের ওপর  আটকানো ছিল সেই পোলটি ভেঙে পড়ায় আচমকাই ছিটকে পড়ে গোটা রাইডটি। 

Latest Videos

কোথাও বন্যা, কোথাও খরা- প্রকৃতির খামখেয়ালিপনায় একই সময়ে ভিন্ন পরিস্থিতির সাক্ষী দেশের এই ৬ জায়গা

এর জেরে ঘটনাস্থলে পৌঁছায় আহমেদাবাদ মিউনিসাপল কর্পোরেশনের আধিকারিকরা। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিন জনের। আহত হয়েছেন অন্তত ২৮। ঘটনার পরে সেখানে পৌঁছায় উদ্ধারকারী দল। আহতদের পাঠানো হয়েছে স্থানীয় হাসপাতালে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী প্রদীপসিনহ জাদেজা আহতদের দেখতে এদিন হাসপাতালে যান। গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। আহমেদাবাদ মিউনিসিপাল কর্পোরেশনের তরফে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। তবে যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনও কারণে এমন ঘটনা ঘটেছে তা এখবন তদন্ত সাপেক্ষ।

Share this article
click me!

Latest Videos

ইসকনের পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কড়া বার্তা দিলেন বাংলাদেশকে? Narendra Modi
'চুরি হবে অথচ তৃণমূলের নাম আসবে না তা হয় কখনও!' ট্যাব দুর্নীতিতে মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত!
Suvendu Adhikari: 'তৃণমূল বাচ্চাদের ট্যাবও খেয়ে ফেলছে' চরম কটাক্ষ শুভেন্দু অধিকারীর
'ট্যাব কেলেঙ্কারিতে মমতা ও আইপ্যাক যুক্ত' বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
হতবাক সবাই! হাওড়া স্টেশন থেকে এ কী উদ্ধার হলো, দেখুন | Howrah News Today