
বিশ্রী অবস্থা মহাকুম্ভের (Mahakumbh 2025)। হাজার হাজার ভক্তকে নাজেহাল হতে হচ্ছে ট্রাফিক জ্যামের জন্য। এক বা দুই কিলোমিটার রাস্তা নয়। প্রায় ৩০০ কিলোমিটার রাস্তা জুড়ে অবরুদ্ধ হয়ে পড়েছে যানবাহান। যা প্রশ্ন তুলে দিয়েছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ( Yogi Adityanath) প্রশাসন নিয়ে। রিপোর্ট অনুযায়ী প্রয়াগরাজের যানজট প্রায় তিনশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।
বসন্ত পঞ্চমী উপলক্ষ্যে অমৃত স্নান ছিল। সেই সময় প্রচুর মানুষ এসেছিলেন প্রয়াগরাজে। মনে করা হয়েছিল তারপর ধীরে ধীরে ভিড় কমে যাবে। কিন্তু তা হয়নি। উল্টে অব্যবস্থার ছবিই স্পষ্ট হয়েছে। কারণ হাজার হাজার মানুষ পবিত্র স্নানের জন্য প্রয়াগরাজে যাচ্ছে। আর তাতেই নতুন করে অবরুদ্ধ হয়ে পড়েছে পুণ্য-তীর্থ প্রয়াগরাজ বা মহাকুম্ভ।
প্রয়াগরাজের এই যানজট শুধুমাত্র উত্তরপ্রদেশের সমস্যা তৈরি করেছে এমনটা নয়। প্রতিবেশী মধ্যপ্রদেশের কয়েকটি জেলার অবস্থাও শোচনীয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রয়াগরাজগামী রুটে যান চলাচল বন্ধ করে দিয়েছে। পুলিশ জানিয়েছে, 'আজ প্রয়াগরাজের দিকে যাওয়া অসম্ভব। কারণ ২০০-৩০০ কিলোমিটার যানজট রয়েছে।' রেওয়া জোনের পুলিশ প্রধান সাকেত পাণ্ডে বলেছেন, 'সপ্তাহ শেষে আচমকাই ভিড়ের কারণে এই যানজট তৈরি হয়েছে।' তিনি আরও বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক দিন সময় লাগবে। প্রয়াগরাজ প্রশাসনের সঙ্গে সমন্বয় করেই যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, ৪৮ ঘণ্টা ধরেই অবরুদ্ধ রয়েছে প্রয়াগরাজগামী সকল রাস্তা। মাত্র ৫০ কিলোমিটার পথ গাড়িতে অতিক্রম করতে ১০-১২ ঘণ্টা সময় লাগছে। বারাণসী, লক্ষ্মৌ, কানপুর থেকে প্রয়াগরাজগামী রুটে ২৫ কিলোমিটার পর্যন্ত জ্যামের খবর পাওয়া গেছে। মেগা কুম্ভ উৎসবের আয়োজনকারী শহরের ভিতরেও প্রায় সাত কিলোমিটার পর্যন্ত জ্যাম দেখা গিয়েছে। অন্যদিকে এই পরিস্থিতিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়াগরাজ সঘ্গম রেলওয়ে স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। রেল অফিসার কুলদীপ তিওয়ারি বলেন, 'প্রয়াগরাজ সঙ্গম স্টেশনেপ বাইরে প্রচুর ভিড়ের কারণে য়াত্রীরা স্টেশন থেকে বের হতে পারছেন না। ভক্তদের ভিড়ের কারণে স্টেশন আপাতত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়াগরাজ জংশন স্টেশনে আপাতত একমুখী ট্রাফিকের ব্যবস্থা চালু করা হয়েছে।'
অতিরিক্ত ডেপুটি কমিশনার অফ পুলিশ (ট্রাফিক) কুলদীপ সিং বলেন, মেলাস্থলে পৌঁছানোর চেষ্টা করা যানবাহনের সংখ্যা অনেক বেশি হওয়ায় জ্যাম হয়েছে। "গাড়ির সংখ্যা অনেক বেশি। যাত্রীরা মহা কুম্ভ মেলা এলাকার যতটা সম্ভব কাছে আসার চেষ্টা করছেন। এর ফলে দীর্ঘ যানজট তৈরি হচ্ছে," তিনি বলেন। অন্যদিকে প্রয়াগরাজের এই অব্যবস্থার কথা তুলে ধরে যোগী সরকারকে নিয়েছে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তিনি সোশ্যাল মিডিয়ায় যানজটের ছবি শেয়ার করেছেন। দাবি করেছেন, শহরে প্রয়োজনীয় পণ্যের আকাল দেখা দিয়েছে। তীর্থযাত্রীদের অবস্থা শোচনীয় কিন্তু যোগী সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ।
উত্তরপ্রদেশের সরকারি আধিকারিকরা জানিয়েছেন, ৪৬ লক্ষেরও বেশি ভক্ত পবিত্র সঙ্গমে স্নান করেছেন। গতমাসে মহাকুম্ভ শুরু হওয়া থেকে এখনও পর্যন্ত প্রায় ৪৪ কোটি তীর্থযাত্রী স্নান করেছেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।