সদ্য নতুন লেবার কোড নজর কেড়েছে সকলের। তবে, এখনও থেকে যাচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন প্রশ্ন হল এই নিয়ম কি বাধ্যতামূলক? না, বিষয়টি একেবারে নয়। কোন সংস্থা এই নিয়মে চলবে আর কে নয়, তা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত বিষয়। সংস্থা চাইলে তারা এই নিয়ম মেনে চলতে পারে। না চাইলে পুরনো নিয়মই অনুসরণ করতে পারে।