৪৫ লাখ SIP অ্যাকাউন্ট বন্ধ করল গ্রাহকরা! মিউচুয়াল ফান্ডে কী তবে সুদ কমতে চলেছে?
ডিসেম্বরের বিপর্যয়ের পর এসআইপি বিনিয়োগকারীদের মধ্যে দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের প্রবণতা কমছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
Deblina Dey | N/A | Published : Jan 26, 2025 11:56 AM
কম সময়ে বড় রিটার্নের জন্য সবচেয়ে নিরাপদ বিকল্প হিসেবে বিবেচিত হয় এসআইপি (SIP)।
কিন্তু ২০২৪-এর ডিসেম্বর মাস থেকে এসআইপি-এর জন্য মোটেও ভালো ছিল না। কারণ ডিসেম্বরে লক্ষাধিক মানুষ তাদের এসআইপি অ্যাকাউন্ট ক্লোজ করে দিয়েছ।
অথচ বিনিয়োগের ক্ষেত্রে মধ্যবিত্তদের কাছে সবচেয়ে জনপ্রিয় বিকল্প হল মিউচুয়াল ফান্ড এসআইপি।
হিসেব বলছে হত বছরের ডিসেম্বর মাসে ৪৫ লক্ষ এসআইপি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। এই সংখ্যা এক মাসে অ্যাকাউন্ট বন্ধের নিরিখে সর্বকালের সর্বোচ্চ।
মিউচুয়াল ফান্ড এসআইপি বিনিয়োগকারিরা শেয়ার বাজারের তাৎক্ষণিক লাভ বা লোকশানে চিন্তিত না হয়ে দীর্ঘ মেয়াদে বড় রিটার্নের প্রত্যাশায় বিনিয়োগ ধরে রাখতেন।
তবে গত বছরের শেষের সময়ের প্রবণতা দেখে যথেষ্ট উদ্বিগ্ন বিনিয়োগ বিশেষজ্ঞরা। কারণ, দীর্ঘ মেয়াদী বিনিয়োগে অনিহা তৈরি হয়েছে মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের মধ্যে।
ডিসেম্বরের আগে ২০২৪ সালের মে মাসে প্রায় ৪৪ হাজার এসআইপি অ্যাকাউন্ট বন্ধ হয়েছিল। এটি ছিল এক মাসে এসআইপি অ্যাকাউন্ট বন্ধের নিরিখে তৎকালীন সর্বোচ্চ রেকর্ড।
মিউচুয়াল ফা্ন্ডের খাতে ডিসেম্বরের বিপর্যয়ের পর এসআইপি বিনিয়োগকারীদের মধ্যে দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের প্রবণতা কমছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
ডিসেম্বরে নতুন এসআইপি অ্যাকাউন্ট খোলার সংখ্যাও অস্বাভাবিক হারে কমেছে। কারণ ওই মাসের মাত্র
অর্থাৎ ডিসেম্বরে শুধু ৪৫ লাখ এসআইপি অ্যাকাউন্ট বন্ধ হওয়াই নয়, নতুন অ্যাকাউন্ট খোলার সংখ্যাও অনেকটাই কমে গিয়েছে।