তান্ত্রিক হতে চেয়ে নাবালিকাকে ধর্ষণ করে নৃশংস খুন!  কলকাতায় পাড়ি দিলেন হরিয়ানার যুবক

Published : Oct 28, 2022, 08:16 AM IST
তান্ত্রিক হতে চেয়ে নাবালিকাকে ধর্ষণ করে নৃশংস খুন!  কলকাতায় পাড়ি দিলেন হরিয়ানার যুবক

সংক্ষিপ্ত

পুলিশ তাঁকে নজরে রাখা শুরু করে একেবারে বর্ধমান স্টেশন থেকেই। রেল পুলিশ আবার এও জানতে পারে যে, শিবকুমার বিনা টিকিটে ট্রেনে উঠেছিলেন।

৭ বছরের শিশুকন্যাকে খুন করে হরিয়ানা থেকে কলকাতায় পাড়ি দিল এক ভয়ঙ্কর দুষ্কৃতী। বাংলায় পালিয়ে আসতে গিয়ে মাঝ রাস্তায় পুলিশের জালে ধরা পড়লেন ওই যুবক। হাওড়া জিআরপি ও হরিয়ানা পুলিশের তৎপরতায় বৃহস্পতিবার গ্রেফতার হন তিনি।

ধৃত যুবকের বিরুদ্ধে অভিযোগ, দীপাবলির রাতে সিদ্ধ তান্ত্রিক হওয়ার আশায় কোনও এক নাবালিকাকে ‘বলি’ দেওয়ার অভিসন্ধি আঁটেন তিনি। সেই অভিসন্ধি পূরণ করতেই ওই ৭ বছরের শিশুকে তুলে নিয়ে গিয়ে প্রথমে ধর্ষণ ও তারপর ‘বলি’ হিসেবে নৃশংসভাবে খুন করেন হরিয়ানার ওই দুষ্কৃতী।
 
অভিযুক্ত যুবক হাতেনাতে পাকড়াও হওয়ার পর পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত অপরাধীর নাম শিবকুমার। কলকাতাগামী কালকা মেলের এস-৬ নম্বর কামরা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ২৭ অক্টোবর বৃহস্পতিবার সকালে হাওড়া জিআরপির কাছে শিবকুমারের ছবি সহ বিস্তারিত তথ্য পাঠানো হয় হরিয়ানা রাজ্য থেকে। তাঁর বিষয়ে জানানো হয় যে, এক নাবালিকাকে ধর্ষণ ও খুন করে হরিয়ানার পানীপত থেকে কালকা মেলে চড়ে কলকাতায় আসছেন শিবকুমার। 

ছবি ও তথ্য হাতে আসতেই তদন্তে নামে জিআরপি। পুলিশ তাঁকে নজরে রাখা শুরু করে একেবারে বর্ধমান স্টেশন থেকেই। রেল পুলিশ আবার এও জানতে পারে যে, শিবকুমার বিনা টিকিটে ট্রেনে উঠেছিলেন। পরে টিকিট পরীক্ষককে সেই অপরাধের জরিমানা দিয়ে টিকিট কেটেছিলেন তিনি। এর পর ট্রেনটি হাওড়া পৌঁছতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। হরিয়ানা পুলিশের একটি দলও অপরাধীকে পাকড়াও করতে তড়িঘড়ি হাওড়া পৌঁছে গিয়েছিল। তাদের হাতেই শিবকুমারকে তুলে দেয় জিআরপি।
 

বৃহস্পতিবার জিআরপি থানার এক আধিকারিক জানিয়েছেন, ‘‘আজ সকালে হাওড়া জিআরপির এসএসপি সন্তোষকুমার দ্বিবেদী আমাদের জানান, খুন ও ধর্ষণে অভিযুক্ত শিবকুমার নামে এক যুবক হরিয়ানা থেকে কলকাতায় পালিয়ে আসছে। এই খবর পেয়েই আমরা তৎপর হয়ে অভিযুক্তকে গ্রেফতার করি।’’

আরও পড়ুন-
অনুব্রত অথবা মানিক নন, একা পার্থকে নিয়েই কেন বিড়ম্বনায় তৃণমূল? দলের সিদ্ধান্ত জানালেন সৌগত রায়
‘অজ্ঞ অর্থমন্ত্রীকে বরখাস্ত করুন,’ কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে চিঠি দিলেন রাজ্যপাল আরিফ মহম্মদ খান

কেরলের অর্থমন্ত্রীর ওপর তীব্র ক্ষুব্ধ রাজ্যপাল, ‘তাঁর ওপর আমার আস্থা সীমাহীন’, পালটা জবাব মুখ্যমন্ত্রী বিজয়নের

PREV
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!