Republic Day 2023 Live: 'এবারের প্রজাতন্ত্র দিবস আজাদিকা অমৃত মহোৎসবের মধ্যে উদযাপন করছি', প্রজাতন্ত্র দিবসে শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রী মোদীর

সংক্ষিপ্ত

৭৪ তম প্রজাতন্ত্র দিবস পালন করছে ভারত। ৭৪ তম প্রজাতন্ত্র দিবস পালন করছে ভারত। রাজপথে পতাকা উত্তলোনের জন্য প্রস্তুত দিল্লি। ইতিমধ্যেই শুভেচ্ছাবার্তা জানিয়েছেন রাষ্ট্রপতি দৌপদী মুর্মু। অন্যদিকে প্রজাতন্ত্র দিবসের জন্য প্রস্তুত কলকাতার রেড রোডও। কলকাতা থেকে দিল্লির প্রত্যেক মুহূর্তের লাইভ আপডেট জানতে চোখ রাখুন।

12:41 PM (IST) Jan 26

প্রজাতন্ত্র দিবসে তিন রঙা পতাকা উত্তোলন করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস

৭৪ তম প্রজাতন্ত্র দিবসে কলকাতায় তিন রঙা পতাকা উত্তোলন করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

 

 

12:31 PM (IST) Jan 26

রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে রওনা দিলেন মিশরীয় রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ এল-সিসি ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে রওনা দিলেন মিশরীয় রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ এল-সিসি ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 

 

 

12:26 PM (IST) Jan 26

জাতীয় সংগীতের সঙ্গে শেষ হল ৭৪ তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান, শেষ হল কুচকাওয়াজও

জাতীয় সংগীতের সঙ্গে শেষ হল ৭৪ তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। কর্তব্যপথে শেষ হল কুচকাওয়াজও। 

 

 

12:06 PM (IST) Jan 26

দিল্লিতে নিজ বাস ভবনে পতা উত্তোলন করলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ

প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে নিজ বাস ভবনে পতা উত্তোলন করলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ। 

 

 

12:02 PM (IST) Jan 26

প্রজাতন্ত্র দিবসে মোটরসাইকেল প্রদর্শনী করলেন পুলিশের ডেয়ার ডেভিলস দলের

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে মোটরসাইকেল প্রদর্শনী করলেন পুলিশের ডেয়ার ডেভিলস দলের। 

 

 

12:00 PM (IST) Jan 26

প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদ

৭৪ তম প্রজাতন্ত্র দিবসে ভারতবাসীকে শুভেচ্ছা জানালেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদ। 

 

 

11:44 AM (IST) Jan 26

প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর মূকনাটিকায় নারী শক্তির প্রদর্শন

দিল্লির কর্তব্য পথে নারী শক্তির প্রদর্শন। ৭৪ তমপ্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর মূকনাটিকায় উঠে এল এমনই দৃশ্য। 

 

 

11:40 AM (IST) Jan 26

অযোধ্যায় উদযাপিত তিন দিনের দীপোৎসব প্রদর্শিত হল দিল্লির কর্তব্য পথে

অযোধ্যায় উদযাপিত তিন দিনের দীপোৎসব প্রদর্শিত হল দিল্লির কর্তব্য পথে। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে উত্তরপ্রদেশের মূকনাট্য। 

 

 

11:38 AM (IST) Jan 26

কর্তব্যপথে প্রদর্শিত হল 'নয়া জম্মু ও কাশ্মীর' থিমে তৈরি জম্মু ও কাশ্মীরের মুকনাটিকা

প্রজাতন্ত্র দিবসে কর্তব্যপথে প্রদর্শিত হল 'নয়া জম্মু ও কাশ্মীর' থিমে তৈরি জম্মু ও কাশ্মীরের মুকনাটিকা।

 

 

11:33 AM (IST) Jan 26

প্রজাতন্ত্র দিবসে কর্তব্য পথে শক্তি প্রদর্শনে অগ্রসর হল ভারতের সামরিক দলগুলি

কর্তব্য পথে শক্তি প্রদর্শনে অগ্রসর হল ভারতের সামরিক দল গুলি। রইল সংবাদ সংস্থা এএনআই-এর টুইট। 

 

 

11:12 AM (IST) Jan 26

প্রজাতন্ত্র দিবসে দিল্লির কর্তব্য পথে যাত্রা শুরু করল মিশরীয় সেনাদল

প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে দিল্লির কর্তব্য পথে  যাত্রা শুরু করল মিশরীয় সেনাদল। 

 

 

10:58 AM (IST) Jan 26

কার্তব্য পথের কুচকাওয়াজে অংশগ্রহণ করল ৮৬১ মিসাইল রেজিমেন্টের ব্রাহ্মোসের ডিট্যাচমেন্ট

লেফটেন্যান্ট প্রজ্জ্বল কালার নেতৃত্বে কার্তব্য পথের কুচকাওয়াজে অংশগ্রহণ করল ৮৬১ মিসাইল রেজিমেন্টের ব্রাহ্মোসের ডিট্যাচমেন্ট। 

 

 

10:52 AM (IST) Jan 26

লেফটেন্যান্ট সিদ্ধার্থ ত্যাগীকে স্যালুট জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

১৭ মেকানাইজড ইনফ্যান্ট্রি রেজিমেন্টের NAG মিসাইল সিস্টেমে নেতৃত্ব দেওয়া লেফটেন্যান্ট সিদ্ধার্থ ত্যাগীকে স্যালুট জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

 

 

10:42 AM (IST) Jan 26

কর্তব্য পথে এই প্রথম মিশরীয় সশস্ত্র বাহিনীর সম্মিলিত ব্যান্ড এবং মার্চিং দল

কর্তব্য পথে এই প্রথম মিশরীয় সশস্ত্র বাহিনীর সম্মিলিত ব্যান্ড এবং মার্চিং দল। কুচকাওয়াজে নেতৃত্ব দিচ্ছেন কর্নেল মাহমুদ মোহাম্মদ আবদেল ফাত্তাহ এল খারাসাউয়ি। 

10:38 AM (IST) Jan 26

রাষ্ট্রপতি মুর্মু এবং মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসিকে কর্তব্য পথে স্বাগত জানানো হল

রাষ্ট্রপতি মুর্মু এবং মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসিকে কর্তব্য পথে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সিডিএস জেনারেল অনিল চৌহান। 

 

 

10:35 AM (IST) Jan 26

কর্তব্য পথে প্রবেশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ এল-সিসি

কর্তব্য পথে প্রবেশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও আজকের বিশেষ অতিথি মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ এল-সিসি। 

10:32 AM (IST) Jan 26

দিবসে জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে নিহত সৈন্যদের শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী মোদী

৭৪ তম  প্রজাতন্ত্র দিবসে জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে নিহত সৈন্যদের শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী মোদী। 

 

 

10:31 AM (IST) Jan 26

কেরালার তিরুবনন্তপুরমে জাতীয় পতাকা উত্তোলন করলেন রাজ্যপাল আরিফ মহম্মদ খান

কেরালার  তিরুবনন্তপুরমের সেন্ট্রাল স্টেডিয়ামে তিন রঙা পতাকা উত্তোলন করলেন  রাজ্যপাল আরিফ মহম্মদ খান। 

 

 

10:28 AM (IST) Jan 26

৭৪ তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ এল-সিসি

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ এল-সিসি কর্তব্য পথে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি ভবন থেকে রওনা হয়েছেন। 

 

 

10:26 AM (IST) Jan 26

দিল্লির জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে নিহত সৈন্যদের শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

দিল্লির জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে  নিহত সৈন্যদের শ্রদ্ধা জানাতে জাতির হয়ে নেতৃত্ব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

 

 

10:24 AM (IST) Jan 26

দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের ডিজিটাল ভিজিটরস বুক-এ মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের ডিজিটাল ভিজিটরস বুক-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর মন্তব্য রেখেছেন। 

 

 

10:17 AM (IST) Jan 26

৭৪ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে শ্রীনগরের বুকে উড়ল তিন রঙা জাতীয় পতাকা

৭৪ তম প্রজাতন্ত্র দিবসে শ্রীনগরের লাল চকের ক্লক টাওরে  উড়ল তিন রঙা জাতীয় পতাকা। 

 

 

10:01 AM (IST) Jan 26

প্রজাতন্ত্র দিবসে পাঞ্জাবের আত্তারি সীমান্তে উত্তোলন করা হল জাতীয় পতাকা

৭৪ তম প্রজাতন্ত্র দিবসে পাঞ্জাবের আত্তারি সীমান্তে উত্তোলন করা হল জাতীয় পতাকা। 

09:57 AM (IST) Jan 26

৭৪ তম প্রজাতন্ত্র দিবসে মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর বাসভবনে পতাকা উত্তোলন করা হল

৭৪ তম প্রজাতন্ত্র দিবসে মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর বাসভবনে পতাকা উত্তোলন করা হল। ২৬ জানুয়ারি সকালে পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে।

09:21 AM (IST) Jan 26

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অনুপস্থিত তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও

৭৪ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন হায়দ্রাবাদের রাজভবনে। পতাকা উত্তোলন করলেন রাজ্যপাল তামিলিসাই সৌন্দররাজন। কিন্তু সেই অনুষ্ঠানে  অনুপস্থিত তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।  

08:40 AM (IST) Jan 26

ভারতবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

ভারতবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ। টুইটবার্তায় তিনি লিখলেন, ‘এই দিনটি আধুনিক ভারতের সমৃদ্ধ সংস্কৃতি এবং চিত্তাকর্ষক অর্জনকে সম্মান করার একটি মুহূর্ত। ভারতীয় ঐতিহ্যকে ভাগ করে নেওয়ার এটি একটি সুবর্ণ সুযোগ। সকল  ভারতবাসীকে জানাই প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা।’

08:32 AM (IST) Jan 26

৭৪ তম প্রজাতন্ত্র দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

৭৪ তম প্রজাতন্ত্র দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটবার্তায় তিনি লিখেছেন, ‘প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা। এবারের অনুষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি আমরা আজাদিকা অমৃত মহোৎসবের মধ্যে উদযাপণ করছি। দেশের মহান মুক্তিযোদ্ধাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই।’

08:19 AM (IST) Jan 26

রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ৭৪তম প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলন তামিলনাড়ুতে,

তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবি এবং  মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের উপস্থিতিতে চেন্নাইয়ে ৭৪তম প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলন করা হল 

08:15 AM (IST) Jan 26

প্রজাতন্ত্র দিবসে জয়পুরে পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট

বৃহস্পতিবার সকালে ৭৪ তম প্রজাতন্ত্র দিবসে জয়পুরে মুখ্যমন্ত্রীর ভবন থেকে পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট

07:19 AM (IST) Jan 26

বীরত্বের পুরস্কারের তালিকায় নাম জম্মু ও কাশ্মীর থেকে মাওবাদী অধ্যুষিত এলাকার কর্মীদের

বীরত্বের পুরস্কারের তালিকায় নাম জম্মু ও কাশ্মীর থেকে মাওবাদী অধ্যুষিত এলাকার কর্মীদের। মোট ১৪০ জনের মধ্যে ৪৫ জন কর্মীই জম্মু ও কাশ্মীরের। ৮০ জন মাওবাদী অধ্যুষিত এলাকার।

 

07:15 AM (IST) Jan 26

প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে দেশের পুলিশ কর্মীদের একাধিক সম্মানে ভূষিত করা হচ্ছে

প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে দেশের পুলিশ কর্মীদের একাধিক সম্মানে ভূষিত করা হচ্ছে। কেন্দ্র ও রাজ্য মিলিয়ে মোট ৯০১ জন পুলিশ কর্মীকে সম্মানিত কতা হবে। বীরত্বের পদক পাবেন ১৪০ জন পুলিশ কর্মী। রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন ৯৩ জন। দেশ সেবার জন্য পুলিশ পদক পাচ্ছেন ৬৬৮ জন।

07:09 AM (IST) Jan 26

'সংবিধান রচয়িতারাই ভারতের পথ প্রদর্শক', ৭৪ তম প্রজাতন্ত্র দিবসে বললেন রাষ্ট্রপতি দৌপদী মুর্মু

'অর্থনৈতিকভাবে যখন গোটা বিশ্ব অনিশ্চিয়তায় ডুবে, তখনও বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ করেছে ভারত। অতিমারিতেও দেশের মানুষকে নিরাপত্তার আশ্বাস দিয়েছে সরকার।' ৭৪ তম প্রজাতন্ত্র দিবসের দিন দেশবাসীর উদ্দেশে বললেন রাষ্ট্রপতি দৌপদী মুর্মু।