ভারত-পাকিস্তান যুদ্ধের ভুয়ো খবর পোস্টে, ৮০০০ এক্স অ্যাকাউন্ট বাতিলের নির্দেশ কেন্দ্রের

Published : May 09, 2025, 10:09 PM IST
Social Media

সংক্ষিপ্ত

সমস্ত পরিস্থিতির জটিলতা মাথা রেখে আগেই সমাজ মাধ্যমের পোস্ট নিয়ে সতর্ক করা হয়েছিল। এবার দেশবিরোধী পোস্টের অভিযোগে প্রায় ৮০০০ এক্স অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ দিল কেন্দ্র সরকার।

২২ এপ্রিল কাশ্মীরে পাকিস্তানের জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুতে, পাল্টা প্রতিঘাত করে ভারত। নাম দেয় 'অপারেশন সিঁদুর'। একের পর এক এই অশান্তির পরিস্থিতিতে নড়ে বসেছে দেশের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা। ভীত আতঙ্কিত দেশের জনগণ। উত্তেজনবশত পরিস্থিতি অবগত করতে ভুয়ো খবরের ফাঁদে পড়ে যাচ্ছে।

সমস্ত পরিস্থিতির জটিলতা মাথা রেখে আগেই সমাজ মাধ্যমের পোস্ট নিয়ে সতর্ক করা হয়েছিল। এবার দেশবিরোধী পোস্টের অভিযোগে প্রায় ৮০০০ এক্স অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ দিল কেন্দ্র সরকার। নির্দেশিকায় বলা হচ্ছে, নির্দেশ অনুসারে অ্যাকাউন্টগুলি ব্লক না করা হলে এক্স-এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে।

কোনো ইউজার এই অবস্থায় ধরা পড়লে জরিমানার পাশাপাশি কর্মীদের জেলে ভরার হুঁশিয়ারিও দিয়েছে কেন্দ্র।

কী ধরনের পোস্ট করতে পারবেন বা কোন ধরণের পোস্ট করবেন না?

১. দেশকে শত্রুর হাত থেকে রক্ষার করে ভারতীয় সেনারাই। তাদের মনোবল ভাঙতে পারে এমন কোনও পোস্ট সমাজ মাধ্যমে করা যাবে না।

২. আপনার এলাকায় সেনার গতিবিধি লক্ষ্য করলে, সমাজ মাধ্যমে সেই ছবি, ভিডিও পোস্ট করবেন না। হতে পারে এতে আপনি না চাইতেও বিরোধী দেশের কাছে খবর পৌঁছে দিচ্ছেন।

৩. যেকোনো সমাজ মাধ্যমে ছড়ানো যেকোনো পোস্টে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না, ভুয়োও হতে পারে।

৪. কোনো পোস্ট পড়া মাত্রই ভালো লেগেছে বলে পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের মধ্যে সমাজ মাধ্যমে শেয়ার করতে বসবেন না।

৫. সমাজ মাধ্যমে কখন কি পোস্ট করছেন তা শেয়ার করার আগে যাচাই করুন।

৬. 'অপারেশন সিঁদুর' আবহে উসকানিমূলক কোনও পোস্ট করবেন না।

৭. রাজনীতির বা সমালোচক কোনো ঘৃণা ছড়ানো কিংবা ধর্মীয় কোনও পোস্ট না করাই ভালো। তাতে পরিস্থিতি আরও অশান্ত হয়ে উঠতে পারে।

৮. নিজের মতামত সোশাল মিডিয়ায় পোস্ট করতেই পারেন। তাতে যেন অন্যের ভাবাবেগে আঘাত না লাগে, সেদিকে নজর রাখুন।

সারাংশ

ভারত পাকিস্তান যুদ্ধের পরিস্থিতিতে দেশবিরোধী পোস্ট করার অভিযোগে ৮০০০ এক্স অ্যাকাউন্ট ব্লক করলো কেন্দ্র সরকার। ব্লক করা হল কিছু আন্তর্জাতিক সংবাদ সংস্থার অ্যাকাউন্ট

PREV
click me!

Recommended Stories

Indigo Flights: যাত্রীদের ৬১০ কোটি টাকা ফেরত দিল ইন্ডিগো! কড়া নজর রাখছে কেন্দ্র
জম্মু ও কাশ্মীরে বড় সাফল্য নিরাপত্তারক্ষীদের, ডোডা জেলায় সন্ধান অস্ত্রভাণ্ডারের