8th Pay Commission কার্যকর হলে পেনশন ও গ্র্যাচুইটির টাকা কতটা বৃদ্ধি পাবেন জানেন

১ জানুয়ারী ২০২৬ থেকে লাগু হবে অষ্টম বেতন পে কমিশন। এই কমিশন চাকুরিজীবীদের পাশাপাশি পেনশনভোগীদের জন্যও লাভজনক। পেনশন প্রায় ৩৪ শতাংশ এবং গ্র্যাচুইটি ২.৫৭ গুণ বৃদ্ধি পেতে পারে।
Deblina Dey | Published : Jan 19, 2025 12:10 PM
112

১ জানুয়ারি ২০২৬ থেকে লাগু হবে অষ্টম বেতন পে কমিশন। 

212

এই কমিশন কার্যকর হলে চাকুরিরত কর্মীরা লাভবান তো হবেনই, কিন্তু যাঁরা পেনশন বা গ্র্যাচুইটি পাবেন বা পান, জানেন কত টাকা বৃদ্ধি পাবে তাঁদের। 

312

এই কমিশন গঠনের ফলে পেনশনভোগীদের কতটা সুবিধা হবেন জানেন!

412

অষ্টম বেতন পে কমিশন কার্যকর হলে চাকরিজীবী তো বটেই পেনশভোগীরাও লাভবান হবেন।

512

এর আগে অর্থাৎ সপ্তম বেতন পে কমিশনে পেনশন প্রায় ২৩.৬৬ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। 

612

এইবারে ফিটমেন্ট ফ্যাক্টরে নজর দিলে পেনশন প্রায় ৩৪ শতাংশ বৃদ্ধি পাবে।

712

একজন ব্যক্তি যদি এক লক্ষ টাকা বেতন পেতেন, সেই অনুসারে প্রতি মাসে তিনি যা পেনশন পেতেন। 

812

অষ্টম বেতন পে কমিশন কার্যকর হলে তার পেনশন ৩৪ শতাংশ বৃদ্ধি পাবে।

912

এতো গেল পেনশনের কথা, এই অষ্টম বেতন পে কমিশন কার্যকর হলে গ্রাচুইটির উপর কতটা কার্যকর হবে।

1012

এক্ষেত্রে যদি ফিটমেন্ট ফ্যাক্টর যদি ২.৫৭ হিসেবে গননা করা হয় তবে এখন যত টাকা গ্র্যাচুইটি পাওয়ার কথা তার সঙ্গে ২.৫৭ গুন করলে যত পরিমান হবে ততটাই পাবেন।

1112

তবে গ্র্যাচুইটি হিসেব করা হয় চাকরির মেয়াদ ও শেষ প্রাপ্ত মূল বেতনের উপর ভিত্তি করে।

1212

বর্তমানে কেন্দ্রীয় সরকার গ্র্যাচুইটির সীমা ৩০ লক্ষ টাকার মধ্যে বেঁধে দিয়েছে। কেন্দ্রের এই অংশ বৃদ্ধি না পেলে, সর্বোচ্চ ৩০ লক্ষ টাকাই পাবেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos