বেশ কিছু ভাতাও বাড়তে পারে
অষ্টম বেতন পে কমিশনের আওতায় বেশ কিছু ভাতাও বাড়তে পারে। যেমন ১১ মার্চ, ২০২৫ তারিখে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত SCOVA-এর ৩৪তম সভায়, পেনশনভোগীদের জন্য স্থায়ী চিকিৎসা ভাতা (FMA) বর্তমান ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩,০০০ টাকা করার প্রস্তাব পাস করা হয়। সেইসঙ্গে বাড়ি ভাড়া ভাতা, ভ্রমণ ভাতা, মহার্ঘ্য ভাতা (ডিএ)-র মতো প্রধান ভাতা বাড়তে পারে