গাছ কাটায় চোখে জল, মণিপুরের সবুজ দূত এই ছোট্ট মেয়ে

  • 'গ্রীন মণিপুর মিশন' নামক একটি কর্মসূচির ব্যান্ড অ্যাম্বসডার ন'বছরের মেয়ে
  • তাঁর নাম ভ্যালেন্টিনা এলাঙ্গবাম
  • ক্লাস ফাইভের ছাত্রী ভ্যালেন্টিনা 
  • তাঁর ভাইরাল হওয়া একটি ভিডিও থেকেই এই সিদ্ধান্ত নিয়েছে মণিপুর সরকার 
Indrani Mukherjee | Published : Aug 10, 2019 3:44 AM IST

সম্প্রতি মণিপুরের মুখ্যমন্ত্রীর 'গ্রীন মণিপুর মিশন' নামক একটি কর্মসূচীর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে নির্বাচিত হলেন মণিপুরেরই ন'বছরের শিশু। তবে তার মণিপুরের অ্যাম্বাসাডার হিসাবে নির্বাচিত হওয়ার পিছনে একটি কারণ রয়েছে। যে কারণের কথা শুনলে চোখে জল চলে আসবে আপনারও।

মণিপুরের ন'বছরের শিশুকন্যা ভ্যালেন্টিনা এলাঙ্গবাম-এর একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে, যেখানে ছোট্ট ভ্যালেন্টিনা-র কান্নার ছবি ফুটে উঠেছে। কিন্তু জানেন এই কান্নার কারণ কী। বাড়ির কাছেই নিজের হাতে দু'টি গুলমোহর গাছ পুঁতেছিল সে। কিন্তু খালের পাড় পরিষ্কার করার জন্য সাফাইকর্মীরা নির্বিচারে কেটে ফেলে সেই গাছদুটি। আর সেই দেখে চোখের জল বাধ ভাঙে ছোট্ট ভ্যালেন্টিনা-র। আর তার সেই কান্নার ভিডিও রেকর্ড করেন তার কাকা। তা মুহূর্তের মধ্য়েই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। 

Latest Videos

ক্লাস ফাইভের সেই ছোট্ট মেয়ের কান্নারল ভিডিও নজরে আসে মণিপুর সরকারেরও। বিষয়টির দ্বারা গভীরভাবে প্রবাহিত হন, মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং-ও। এরপরই রাজ্যের ইনফরমেশন এবং এবং পাবলিক রিলেশন দফতরের ডিরেক্টর এইচ বালাকৃষ্ণণ সিদ্ধান্ত নেন মণিরপুরের মুখ্যমন্ত্রীর উদ্যোগে 'গ্রীন মণিপুর মিশন' নামে যে ককর্মসূচী গ্রহণ করা হয়েছে, তার ব্র্যান্ড অ্যাম্বাসডার করা হবে ছোট্ট ভ্যালেন্টিনা এলাঙ্গবাম-কে। 

প্রসঙ্গত, মণিপুরের মুখ্যমন্ত্রীর এই গ্রীন মণিপুর মিশন-এর বিশেষ উদ্যোগ নেওয়ার কারণ হল, সারা মণিপুর জুড়ে সবুজের বিস্তার ঘটানো। গাছের জন্য যে মেয়ের প্রাণ কাঁদে সেই মেয়েই যে এমন অভিযানের শরিক হবে সেকথা তো বলাই বাহুল্য।

Share this article
click me!

Latest Videos

WB By Election: ‘Madarihat-এ যেই ফলাফলটা হয়েছে সেটা প্রত্যাশিত নয়!’ এ কী বললেন Samik Bhattacharya
গান্ধীমূর্তিতে শ্রদ্ধা নিবেদন থেকে Guyana সংসদে ভাষণ, এক ঝলকে দেখুন প্রধানমন্ত্রীর (Modi) গায়ানা সফর
ভোটে জিততেই RG Kar সাজানো ঘটনা বলছেন তৃণমূল, একহাত নিলেন Adhir Ranjan Chowdhury
WB By Election Result: Naihati-তে সবুজ ঝড়! এক ধাক্কায় এগিয়ে TMC! উল্লাসের আমেজ গোটা এলাকায়
খেলতে খেলতেই ঘটলো অঘটন! শোকের ছায়া Shantipur-এ, দেখুন | Nadia News Today