Earthquake: দিনের ব্যস্ত সময়ে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, আতঙ্কে ঘরছাড়া কাশ্মীরের বাসিন্দারা!

Published : Apr 19, 2025, 02:01 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Earthquake News: ফের ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের উত্তর-পশ্চিমের পড়শি দেশ। ভূমিকম্পনের তীব্রতা এতটাই বেশি ছিলো যে, কাঁপুনির রেশ এসে পৌঁছেছে ভারতের দিল্লি-কাশ্মীর সহ বিস্তীর্ণ অঞ্চলে। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন…                           

Earthquake News: ফের ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের উত্তর-পশ্চিমের পড়শি দেশ। ভূমিকম্পনের তীব্রতা এতটাই বেশি ছিলো যে, কাঁপুনির রেশ এসে পৌঁছেছে ভারতের দিল্লি-কাশ্মীর সহ বিস্তীর্ণ অঞ্চলে। শনিবার বেলা ১২টা ১৭ মিনিট নাগাদ প্রথম এই ভূমিকম্প অনুভূত হয় আফগানিস্তান-তাজাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৮।

ভূমিকম্পে কেঁপে উঠল কাশ্মীর ও দিল্লি-এনসিআর, আতঙ্কে ঘর ছাড়লেন বাসিন্দারা (Earthquake News):-

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)-এর তথ্য অনুযায়ী, দুপুর ১২:১৭ মিনিটে ৮৬ কিমি গভীরে ভূমিকম্পটি প্রথম অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত অঞ্চলে। যা টেকটনিক প্লেটের গতিবিধির কারণে ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত।

কাশ্মীর উপত্যকা ও দিল্লি-এনসিআর এলাকাতেও মৃদু থেকে মাঝারি মাত্রার কম্পন অনুভূত হয়। হঠাৎ ভূকম্পনে আতঙ্কিত হয়ে বহু মানুষ রাস্তায় বেরিয়ে আসেন। কাশ্মীর থেকে পাওয়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, কম্পন শুরু হতেই একদল মানুষ একটি আবাসন থেকে দ্রুত বাইরে বেরিয়ে আসছেন।

 

 

সূত্রের খবর, ভূমিকম্পে কেঁপে ওঠা কাশ্মীর। শ্রীনগরে কম্পনের অনুভূতি হলেও এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। শ্রীনগরের এক স্থানীয় বাসিন্দা বলেন, ''আমি তখন অফিসে ছিলাম, হঠাৎ চেয়ার কাঁপতে শুরু করে। কম্পনটা খুব হালকা বা খুব জোরালো না হলেও স্পষ্টভাবে টের পাওয়া গিয়েছিল। কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না, নিশ্চিত নই, তবে এই অঞ্চলে ভূমিকম্প প্রায়ই হয়ে থাকে।''

কাশ্মীর থেকে আরেকটি ভিডিয়োতে দেখা গিয়েছে, ভূমিকম্পের পরপরই বাড়ির ভেতরে সিলিং ফ্যান দুলে উঠছে। এই দৃশ্য থেকেই বোঝা যায়, কম্পনের মাত্রা কতটা ছিল। তবে এখনও পর্যন্ত সীমান্তের কোনও দিক থেকেই প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি এই প্রতিবেদন লেখা পর্যন্ত।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে

PREV
click me!

Recommended Stories

ভারতের এয়ারলাইনের ইতিহাসে বড় বিপর্যয়! ইন্ডিগো একদিনে তার ৪০০ ফ্লাইট বাতিল করেছে
কেন ২০ ডিসেম্বর মোদী নদিয়ার রাণাঘাটে জনসভা করবেন? জানালেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়