লঙ্গরখানায় সাধারণ মানুষের পাশে বসে খাবার খাচ্ছে এক বানর, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

  • খিদের জ্বালা বড় জ্বালা
  • একমাত্র ক্ষুধার্ত মানুষই বলতে পারে যে খিদের জ্বালা কতখানি কষ্টকর
  • ভাইরাল হওয়া এই ভিডিওতে ধরা পড়েছে এক বানরের আজব কীর্তি
  • দেখুন সেই ভিডিও
Indrani Mukherjee | Published : Jul 20, 2019 6:16 AM IST / Updated: Jul 20 2019, 11:49 AM IST

খিদের জ্বালা বড় জ্বালা। একমাত্র ক্ষুধার্ত মানুষই বলতে পারে যে খিদের জ্বালা কতখানি কষ্টকর। সারাদিন মানুষের কর্মব্যস্ততায় ডুবে থাকার পিছনে একটাই কারণ রয়েছে, তা হল কীভাবে দু'বেলা-দু'মুঠো অন্নের সংস্থান করা যায়। কারণ সারাদিন মানুষ যা-ই করুন না কেন সারাদিনের পর পেট ভরে খাবার খাওয়ার মতো সুখের বোধ হয় আর কিছুই নয়। 

তবে শুধু কী মানুষ, জীবকূলেরও বেঁচে থাকার জন্য অন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান হল খাবার। এই খাবারের জন্যই কিন্তু জীবযন্তুরা প্রয়োজনে হিংস্র হয়ে ওঠে। কিন্তু সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে ধরা পড়েছে এক সম্পূর্ণ ভিন্ন স্বাদের ছবি। আর ভাইরাল হওয়া সেই ভিডিওকে ঘিরেই শুরু হয়েছে উন্মাদনা। 

Latest Videos

 

ওই ভিডিওতে দেখা গিয়েছে, একটি মন্দিরের লঙ্গরখানায় সারি দিয়ে বসে আছেন সাধারণ মানুষ। তাঁদের পাতে দেওয়া হয়েছে খাবার। সম্ভবত তা মন্দিরের প্রসাদ। আর সেই মানুষের সারির পাশেই বসে রয়েছে একটি বানর। সাধারণত বানর বললেই যে ছবিটা সকলের মনে আসে তা হল অন্যের থেকে ছিনিয়ে খাবার খাওয়া। পুরী বা অন্যান্য একাধিক তীর্থস্থানে বানরের উৎপাততের শিকার হয়েছেন বহু মানুষ। কিন্তু ভাইরাল হওয়া এই  ভিডিওতে দেখা গিয়েছে কারওর কোনওরকম সমস্যা না করেই সকলের সঙ্গে একসঙ্গে বসে খাবার খাচ্ছে ওই বানর। আর এই ভিডিওই মন কেড়েছে নেটিজেনদের। 

Share this article
click me!

Latest Videos

Daily Horoscope: ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
২৬-এ Mamata Banerjee-কে বিদায়! মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ Suvendu Adhikari-র
Narendra Modi : বড়দিনের অনুষ্ঠানে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সকলকে জানালেন শুভেচ্ছা
Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News
বড়দিনের সন্ধ্যায় কলকাতার পার্ক স্ট্রিটে জনজোয়ার | Park Street Christmas | Kolkata News