বোরখা পরলেই জরিমানা, বিতর্কিত নির্দেশ পটনার কলেজের

  • পটনার একটি মহিলা কলেজের ঘটনা
  • বোরখা পরা যাবে না বলে নির্দেশিকা জারি
  • নির্দেশিকা নিয়ে প্রবল বিতর্ক
  • পরে নির্দেশিকা প্রত্যাহার কর্তৃপক্ষের
     

debamoy ghosh | Published : Jan 25, 2020 12:21 PM IST


বোরখা পরা যাবে না। পরলেই আড়াইশো টাকা জরিমানা। এমনই নির্দেশিকা জারি করে বিতর্কে জড়াল পটনার জে ডি উইমেন্স কলেজ। শুধু তাই নয়, কলেজের ছাত্রীদের জন্য নির্দিষ্ট ড্রেস কোড-এর কথাও বলা হয়েছে নির্দেশিকায়। এই নির্দেশিকার কথা প্রকাশ্যে আসতেই তৈরি হয় বিতর্ক। শেষ পর্যন্ত কলেজের প্রিন্সিপাল চাপের মুখে দাবি করেন, বোরখা নিষিদ্ধ করার নির্দেশ প্রত্যাহার করা হচ্ছে। 

কলেজের প্রোক্টর এবং প্রিন্সিপালের সই দিয়ে ওই নির্দেশিকা জারি করা হয় বলে অভিযোগ। সেখানে পৃথক ড্রেস কোড-এর কথাও বলা হয়। শুধু তাই নয়, নির্দেশিকা না মানলে আড়াইশো টাকা জরিমানা করার কথাও বলা হয় নির্দেশিকায়। 

ছাত্রীদের উদ্দেশে নির্দেশিকায় বলা হয়, শনিবার বাদে সপ্তাহের প্রত্যেক দিন ওই নির্দেশিকা মানতে হবে। যদিও ড্রেস কোড অনুযায়ী ঠিক কী পোশাক পরতে হবে, সে বিষয়ে নির্দেশিকায় কিছুই উল্লেখ করা হয়নি। 

এই নির্দেশিকার বিরুদ্ধে শনিবার বিক্ষোভ দেখান কলেজের ছাত্রীরা। সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের পক্ষ থেকে বিষয়টি নিয়ে কলেজের প্রিন্সিপালকে প্রশ্ন করা হলে তিনি অবশ্য জানান, বোরখা না পরার নির্দেশ প্রত্যাহার করা হচ্ছে। 

Share this article
click me!