Container Ship Accident: কোচি পৌঁছনোর আগেই বিপত্তি! সমুদ্রে ডুবল তেলবাহী জাহাজ, বড় বিপদের আশঙ্কা

Published : May 25, 2025, 08:20 AM IST
Asianet News

সংক্ষিপ্ত

Container Ship Accident News: সমুদ্রে ফের ভেসে গেল তেলবাহী জাহাজ। কোচি বন্দরে পৌঁছনোর আগেই বড়সড় বিপর্যয়। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন… 

কোচি: ফের সমুদ্রে জাহাজ বিপত্তি! কেরলের উপকূলে ভয়ঙ্কর দুর্ঘটনা। সমুদ্রে তেল ছড়িয়ে পড়ল কন্টেইনারবাহী জাহাজ থেকে। সূত্রের খবর, শনিবার বিকেলে কেরল উপকূলে এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে লাইবেরিয়ার পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজ 'এমএসসি এলসা ৩' (MSC Elsa 3)। জাহাজটি হঠাৎ করেই একদিকে কাত হয়ে যাওয়ায় বিপুল পরিমাণ সামুদ্রিক জ্বালানি (marine fuel) সমুদ্রে ছড়িয়ে পড়েছে। সেই মুহূর্তের ভিডিয়োটি ক্যামেরাবন্দী হয়েছে, ভাইরাল হওয়া ওই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই।

জানা গিয়েছে, ঘটনার পরপরই ভারতীয় সামুদ্রিক কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে উদ্ধার অভিযান শুরু করেছে। জাহাজটিতে মোট ২৪ জন ক্রু সদস্য ছিলেন, যাদের মধ্যে ২১ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ক্রু সদস্যদের উদ্ধারের জন্য ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (Indian Coast Guard) যুদ্ধ গতিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, সমুদ্রে এতটা পরিমাণ তেল ছড়িয়ে পড়ার ঘটনায় সামুদ্রিক পরিবেশের উপর এর প্রভাব নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

এই বিষয়ে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, কেরলের উপকূলে দুর্ঘটনার শিকার হওয়া কন্টেইনারবাহী জাহাজ 'এমএসসি এলসা ৩'-এর ২৪ সদস্যের ক্রুদের পরিচয় জানা গিয়েছে। ওই ক্রু দলে ছিলেন একজন রুশ নাগরিক, যিনি জাহাজের মাস্টার (অধিনায়ক) ছিলেন। এছাড়াও, ২০ জন ফিলিপিনো, দুইজন ইউক্রেনীয় এবং একজন জর্জিয়ান নাগরিক এই জাহাজে কর্মরত ছিলেন। বর্তমানে উদ্ধারকৃত ২১ জন ক্রু সদস্যের মধ্যে এদের অধিকাংশই রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। বাকিদের উদ্ধারের জন্য ভারতীয় উপকূলরক্ষী বাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে। এখনও চলছে উদ্ধার কাজ।

এদিকে, এমএসসি এলসা ৩ জাহাজটি সম্পর্কে নতুন তথ্য পাওয়া গিয়েছে। সূত্রের খবর, ১৮৪ মিটার দীর্ঘ এই কন্টেইনারবাহী জাহাজটি গত ২৩ মে ভিঝিনজাম বন্দর থেকে যাত্রা শুরু করেছিল। এটি ২৪ মে কোচি বন্দরে পৌঁছানোর কথা ছিল। তবে কোচি পৌঁছানোর আগেই শনিবার বিকেলে এটি দুর্ঘটনার শিকার হয়।

সমুদ্রে তেল ছড়িয়ে পড়ে। বর্তমানে জাহাজটি উদ্ধার অভিযান ও পরিবেশগত ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলে জানা গিয়েছে।

এই বিষয়ে আরও জানা গিয়েছে যে, কেরলর উপকূলে তেলবাহী জাহাজ 'এমএসসি এলসা ৩'-এর দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান দ্রুত করতে ভারতীয় নৌবাহিনী (Indian Navy) ও ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (Indian Coast Guard - ICG) তরিৎগতিতে কাজ চালাচ্ছে। এই উদ্ধার অভিযানে ভারতীয় নৌবাহিনী আইএনএস সুজাতা (INS Sujata) নামের একটি জাহাজ নামানো হয়েছে। অন্যদিকে, ভারতীয় উপকূলরক্ষী বাহিনীও লাইফ রাফ্ট (life rafts) নামিয়েছে, যা ক্রু সদস্যদের নিরাপদে সরিয়ে নিতে সাহায্য করছে। যারফলে নিখোঁজ বাকি ক্রু সদস্যদের দ্রুত উদ্ধার করা যাবে বলে আশা করা যাচ্ছে।

 

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: IndiGo উড়ান পরিষেবায় অচলাবস্থা অব্যাহত, সমস্যায় যাত্রীরা
পুতিনকে দেওয়া মোদীর ৬টি উপহার দেখুন ছবিতে, তালিকায় রয়েছে বাংলার বিখ্যাত এই জিনিসটি