বিচারপতিরা বলেন, বহু রাজ্য ও পুরসভা দীর্ঘদিন ধরেই পথকুকুর নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি। এর ফলেই সাধারণ মানুষের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে। আদালতের মতে, Animal Birth Control (ABC) Rules— অর্থাৎ কুকুরের নির্বীজকরণ, টিকাকরণ ও নিয়ন্ত্রিত ব্যবস্থাপনার নিয়ম ঠিকভাবে কার্যকর হয়নি বলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।