নিজের ফ্ল্যাটেই খুন সাংবাদিক, নৃশংস হত্যায় ফিরছে আট বছর আগের স্মৃতি

  • আট বছর পরে ফের জুন মাসেই আবার জ্যোতির্ময় দে খুনের স্মৃতি ফিরে এল মুম্বইয়ে।
  • ভয়াবহ এক খুনের ঘটনায় সন্ত্রস্ত গোটা মুম্বই।
arka deb | Published : Jun 4, 2019 1:19 PM IST

২০১১ সালের ১১ জুন। নিজের বাড়ির কাছেই গুলি করা হয় মুম্বইয়ের সাংবাদিক জ্যোতির্ময় দে-কে। 'সুপারি' পেয়েই তাঁকে খুন করেছিল ছোটা রাজন। আট বছর পরে ফের জুন মাসেই আবার সেই স্মৃতি ফিরে এল মুম্বইয়ে। ভয়াবহ এক খুনের ঘটনায় সন্ত্রস্ত গোটা মুম্বই।

মঙ্গলবার ভোররাতে নিজের ফ্ল্যাটে গলার নলি কেটে খুন করা হল মুম্বই নিবাসী ৩৮ বছর বয়সি সাংবাদিক আনন্দ নারায়নকে।

Latest Videos

আন্তপ হিল অঞ্চলের বাসিন্দা আনন্দের প্রতিবেশিরা এদিন রাত দুটো নাগাদ আনন্দের আর্তনাদ শুনতে পান। আনন্দের পেন্টা গ্যালাক্সি আবাসনের সাত তলা থেকে 'বাঁচাও' চিৎকার শুনতে পাওয়া যায়।  ততক্ষণাৎ ছুটে যান আনন্দের প্রতিবেশিরা। পুলিশকেও ডাকা হয়।

ঘটনাস্থলে পৌঁছে স্তম্ভিত আনন্দের প্রতিবেশিরা দেখেন ফ্ল্যাটের লাগোয়া পুলের ধারে শোয়ানো আনন্দের দেহ। তাঁর গলার নলি কাটা। রক্তে ভেসে যাচ্ছে তাঁর দেহ। তড়িঙঘরি তাকে লোকমান্য তিলক জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁর মৃত্যু সংবাদ ঘোষণা করেন। 

ঘটনার তদন্তে নেমেছে মুম্বই পুলিশ, জানিয়েছেন মুম্বই পুলিশের বড়কর্তা রাজীব ওয়াভল । 

সংবাদসংস্থা সূত্রে খবর, আনন্দের আবাসনের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে,  তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তি রাত ২টো নাগাদ আবাসনে প্রবেশ করছে। আনন্দের মৃত্যুর পিছনে এই তিনজনই দায়ী, এমটাই সন্দেহ করা হচ্ছে।

প্রসঙ্গত মিড ডে পত্রিকার বিকাল বিভাগের সম্পাদক জ্যোতির্ময় দে অপরাধ জগতের বহু তথ্য তুলে এনেছিলেন নিজের লেখনিতে। ছিল রাজেন্দ্র এস নিখিলাজ তথা ছোটা রাজন বিষয়ক তথ্য। তাই বদলা নিতেই খুন করা হয় তাঁকে। আনন্দও কি এমনই কোনও ঘটনার সঙ্গে জড়িয়ে বিপদে পড়লেন, জল্পনা গোটা মুম্বইয়ে।

Share this article
click me!

Latest Videos

Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
আরে ওরা কি করবে, সেদিন আমি ওদের সামনে আরতি করে বুঝিয়ে দিয়েছি : শুভেন্দু | Suvendu Adhikari
'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari
শুরু জোর তল্লাশি, Bangladesh থেকে Gosaba! জঙ্গি ও অনুপ্রবেশ রুখতে রাস্তায় নামল পুলিশ | Gosaba News
Kolaghat-এ Mamata Banerjee-কে তীব্র আক্রমণ Suvendu Adhikari-র! দেখুন কী বললেন শুভেন্দু