ইন্দোরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষতির আশঙ্কা

  • ইন্দোরের গোল্ডেন হোটেলে ভয়াবহ আগ্নিকাণ্ড
  • গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে
  • আগুন নেভানোর চেষ্টা করছে দমকলকর্মীরা 
  • হোটেলে ব্যাপক ক্ষতির আশঙ্কা 

debojyoti AN | Published : Oct 21, 2019 6:33 AM IST / Updated: Oct 21 2019, 01:27 PM IST

ইন্দোরের বিজয় নগরের গোল্ডনে হোটেলে ভয়াবহ আগুন লেগেছে।  ইতিমধ্যে দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে। অগ্নিকাণ্ডের সময় বহু মানুষ হোটেলের ভিতর ছিল। তাঁদের বাইরে আনার কাজ শুরু করেছেন উদ্ধারকর্মীরা। এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। দমকলের তরফে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে আসার পরেই এই বিষয়ে কোনও কথা বলা সম্ভব। 

গোল্ডেন হোটেলে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে গোটা এলাকা ধোঁয়ায় ভরে গেছে। গোল্ডেন হোটেলের প্রধান ফটক অগ্নিকাণ্ডে ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। রাস্তার  ধারে দাঁড়িয়ে রয়েছে অগুনতি মানুষ। ছোট ছোট গাড়িতে করে আগুন নেভানোর জন্য অতিরিক্ত জল নিয়ে আসা হচ্ছে। কতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আসবে দমকল কর্মীরা কিছুই বলতে পারছে না। হোটেল থেকে উদ্ধার হওয়া কর্মী  ও অতিথিদের মধ্যে অনেকের শ্বাসকষ্ট দেখা দিয়েছে। দমকলের তরফে জানানো হয়েছে, এখনও কোনও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব হবে না। আগুন নিয়ন্ত্রণে আসার পরেই এই বিষয়ে কোনও তথ্য পাওয়া সম্ভব। আগুনের লোলিহান শিখা দেখে মনে হচ্ছে, ব্যাপক পরিমাণে গোল্ডেন হোটেলে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। 

Share this article
click me!