বাজারে এল 'অ্যান্টি রেপ' শাড়ি, কী বার্তা দিতে চাইলেন প্রস্তুতকারী

  • ওয়েবসাইটে প্রদর্শিত আগাপাশতলা ঢাকা শাড়িগুলির নাম সংস্কারী শাড়ি।
  • বিবৃতি স্পষ্ট বলা  অ্যান্টি রেপ প্রযুক্তিতে তৈরি, শাড়িগুলি ধর্ষণরোধী।
arka deb | Published : May 11, 2019 9:58 AM IST

ভারতের চতুর্থ প্রধান অপরাধ ধর্ষণ।  ন্যাশানাল ক্রাইম ব্যুরোর দেওয়া তথ্য থেকে জানা যায়, প্রতিবছর কুড়ি হাজারেরও বেশি ভারতীয় মহিলা ধর্ষিতা হন। তরপরেও কারণ খোঁজার সময় অনেকে অদ্ভুত যুক্তি দেন। নির্দ্বিধায় বলে দেন ছোট পোশাক ধর্ষণের কারণ। দিন কয়েক আগেই সোমা আন্টির ভিডিও ভাইরাল হয়েছিল।

এই সামাজিক মুর্খামি সহ্য না করতে পেরে  পথে নেমেছেন অনেকেই। গলার শিরা ফুলিয়ে চিৎকার করেছেন কেউ কেউ। তহে বস্টন নিবাসী তনভী ট্যাণ্ডন যা করেছন, তাকে বলা যায় 'বিশ সিক্কার থাপ্পড়'।

Latest Videos

কপিরাইটার তনভি, শিল্প নির্দেশক মিকলাস মানেকে, সৃজনশীল সহকারী পরিচালক জেমস বার্কলে ভারতীয়দের বাঁকা  মানসিকতার যোগ্য জবাব দিতে তৈরি করে ফেলেছেন একটি শাড়ির ওয়েবসাইট। ওয়েবসাইটে প্রদর্শিত আগাপাশতলা ঢাকা শাড়িগুলির নাম সংস্কারী শাড়ি। বিবৃতি স্পষ্ট বলা  অ্যান্টি রেপ প্রযুক্তিতে তৈরি, শাড়িগুলি ধর্ষণরোধী। সাফ কথা, মহিলাদের শরীরের কোনও অংশ দেখা যাচ্ছে না মানে ধর্ষণের কোনও সম্ভাবনা নেই। 

ছবিতে একটি ছোট্ট শিশুকেও শাড়ি পরিয়ে দাঁড় করানো হয়েছে। শাড়িটির দাম ধার্য করা হয়েছে ১০০০ টাকা।  যে দেশে প্রতি ১৫ মিনিটে ১ জন শিশু ধর্ষিতা হয়, সেই দেশে মানুষকে 'সবক' শেখানোর অন্য কোনও ভাল পথ পাননি বলেই জানাচ্ছেন তানভী।
 

Share this article
click me!

Latest Videos

Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
Mamata Banerjee: 'মোদী কিছু দেয় নি আমি ৫০ লক্ষ বাড়ি দিয়েছি' বিতর্কিত মন্তব্য মমতার
দেরিতে আসায় অঙ্গনওয়াড়ি কর্মীকে কড়া ধমক MLA অসিত মজুমদারের, দেখুন ভিডিও