Gujrat Accident News: মদ্যপ যুবকের গতির বলি মহিলা, অভিযুক্তের কাণ্ডে চোখ ছানাবড়া পথচারীদের

পরাধ ঘটানোর পরও ওই যুবক চিৎকার করে বলতে শুরু করে 'আরও একবার হবে নাকি (Accident News)। যুবকের এমন মন্তব্য শুনে অবাক হয়ে যান সেই সময় রাস্তায় থাকা পথচারীরা। ঘটনায় এখনও পর্যন্ত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ভাদোদরা: অপরাধ করেও নেই কোনও অনুতাপ। বরং আরও একবার একই ঘটনা ঘটাতে চেয়ে চিৎকার জুড়লেন যুবক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে, গুজরাটের (Gujrat)ভদোদরার করোলিবাগ এলাকায়। শুক্রবার রাতে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে পাঁচজনকে পিষে দেয় বলে অভিযোগ উঠেছে (Crime News)। তাঁদের মধ্যে যুবকের গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক মহিলা।

জানা গিয়েছে, মারাত্মক এই দুর্ঘটনা ঘটানোর পরও চোখেমুখে বিন্দুমাত্র অনুতাপের লেশ ছিলো না ওই যুবকের। শুধু তাই নয়, অপরাধ ঘটানোর পরও ওই যুবক চিৎকার করে বলতে শুরু করে 'আরও একবার হবে নাকি (Accident News)। যুবকের এমন মন্তব্য শুনে অবাক হয়ে যান সেই সময় রাস্তায় থাকা পথচারীরা। ঘটনায় এখনও পর্যন্ত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Latest Videos

গুজরাটের (Gujrat)ভদোদরার করোলিবাগ এলাকার এই ঘটনায় প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, অমরাপলির ৪ রাস্তার মোড়ে একটি দ্রুত (Car Accident)গতির কালো গাড়ি এসে সজোরে প্রথমে রাস্তায় উপরে দাঁড়িয়ে থাকা বাইকে ধাক্কা মারে। তারপর পথচারীদের পিষে দেয়। ঘটনায় সঙ্গে সঙ্গে প্রাণ হারান (Death News) এক পথচারী মহিলা (Woman Death News। শুধু তাই নয়, ঘটনায় (Gujrat Crime News)আহত হয়েছেন বছর ৪০-এর এক ব্যক্তি ও ১ নাবালিকা।

পুলিশ সূত্রে খবর, আহতদের সকলেরই আঘাত গুরুতর। জখমরা হাসপাতালে চিকিৎসাধীন। ভদোদরার যুগ্ম পুলিশ কমিশনার (Joint Police Commissioner) লীনা পাটিল জানিয়েছেন, ঘটনায় অভিযুক্ত যুবক মদ্যপ অবস্থায় ছিলো। তাদের গাড়ির গতিবেগ ছিলো অত্যন্ত বেশি। প্রায় ১২০ কিমি। পুলিশ তাকে গ্রেফতার করেছে। ধৃতের নাম রক্ষিত চৌরাসিয়া, বাড়ি বারাণসীতে (Varanasi)। সে ভদোদরার একটি বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র। তবে দুর্ঘটনার সময় অভিযুক্ত একা ছিলেন না গাড়িতে। সঙ্গে তার বন্ধুও ছিলো। তাকেও গ্রেফতার করেছে পুলিশ। গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Share this article
click me!

Latest Videos

‘Humayun Kabir যদি ব্যানার্জি হত, শোকজ করতেন?’ Mamata Banejee-কে চরম আক্রমণ Adhir Ranjan Chowdhury-র
"হোলি ! হালকা ড্রিঙ্কস অবশ্যই করেছি", পুলিশ আটক করায় এ কী বলছেন যুবক? দেখুন পুরো ভিডিও | Viral Video
হিন্দু ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে বিয়ে, কঠিন সিদ্ধান্ত পরিবারের! | North Dinajpur News Today
‘West Bengal-এ ভোট সন্ত্রাস শুরু করেছে Mamata Banerjee-র TMC!’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury
ডাকাতির ছক বানচাল ! আগ্নেয়াস্ত্র সহ বারুইপুর থেকে গ্রেফতার সাত জন ডাকাত | South 24 Paragana News