হিন্দু মহিলারা আর দুর্বল নন, অসাধু ব্যক্তিকে মোক্ষম জবাব দিলেন এক মহিলা, ভাইরাল হল ভিডিও

Published : Dec 18, 2024, 07:22 AM IST
women harassment

সংক্ষিপ্ত

ট্রেনে এক হিন্দু মহিলাকে উত্ত্যক্ত করার পর, তিনি প্রতিবাদ করে উত্ত্যক্তকারীকে শাস্তি দেন। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা মহিলাদের সাহসিকতার প্রমাণ।

ট্রেন বাস বা রাস্তা ঘাটের অন্য কোথাও প্রায়শই মহিলাদের হেনস্তা হতে হয়। অনেক খারাপ ব্যক্তির অকারণ মেয়েদের বাজে মন্তব্য করেন। তাদের কুকথা বলেন। এবার এমন ঘটনার প্রতিবাদ করলেন এক মহিলা। যা ভাইরাল হল নেট দুনিয়ায়। এক মহিলার চণ্ডী রূপ দেখলেন সকলে।

হিন্দু মহিলারা আর দুর্বল নন, তারা শক্তিশালী হয়ে উঠেছেন। চলন্ত ট্রেনে তারই প্রমাণ দিল এক মহিলা। হিন্দু মহিলার প্রতিবাদী রূপ দেখলেন সকলে। সদ্য ভাইরাল হল একটি ভিডিও। চলন্ত ট্রেনের ঘটনা। এক হিন্দু মহিলা শৌচাগার থেকে ফেরার পথে তার বসার আসনের দিচ্ছে যাচ্ছিল। এরই মাঝে একটি ছেলে তার সঙ্গে অসভ্য আচরণ করে। ওই হিন্দু মহিলা মুহূর্তেই প্রতিরোধ করে। সেই ব্যক্তির কলার ধরে তাকে পেটাতে শুরু করে। চলন্ত ট্রেনে অনেক জিহাদি বিনা টিকটে চড়ে হিন্দু মহিলা ও মেয়েের লক্ষ্য করে বাজে মন্তব্য করে। তাদের বাজে ভাবে স্পর্শ করে। এমন ঘটনায় ভয়ে সকলে চুপ থাকেন। কিন্তু, আর যে মহিলার চুপ থাকবেন না তা তারা বুঝিয়ে দিলেন। এই মহিার আচরণ নজর কাড়ল সকলের।

সেখানে উপস্থিত কোনও ব্যক্তি সেই ঘটনার ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করল। তাতে দ্রুত ভিডিও ছড়িয়ে পড়ে। হিন্দু মহিলার প্রতিবাদ নজর কেড়েছে সকলের। ভিডিওতে দেখা যাচ্ছে, সেই মহিলার ওই ব্যক্তিকে পিটুনি দিচ্ছে। আর বলছে, পুনরায় কোনও হিন্দু মহিলাকে হাত লাগালে প্রাণ নিয়ে ছাড়ব। এই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ল সর্বত্র। 

 

PREV
click me!

Recommended Stories

ISRO PSLV C62: ভেসে বেড়াবে, পুড়ে যাবে, নাকি ভেঙে পড়বে, হারিয়ে যাওয়া ১৬ উপগ্রহের পরিণতি কী?
অজিত ডোভালের 'বিজয় মন্ত্র' ৩৩ মিনিটের এই ভাষণ বদলে দেবে আপনার ভাবনা!