নতুন বছরেই আধার-ভোটার কার্ড বাতিল! বদলে তৈরি করতে হবে কেন্দ্রের এই কার্ড! জারি বিজ্ঞপ্তি

বদলে যাবে পরিচয়পত্র! আধার কার্ড ও ভোটার কার্ড নাকি বাতিল করে দিতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার! তার বদলে নতুন বছরেই তৈরি করে ফেলতে হবে সিটিজেন কার্ড। কীভাবে ও কোথায় আবেদন করবেন, জেনে নিন।

Parna Sengupta | Published : Jan 3, 2025 10:33 AM
112

বর্তমানে প্রত্যেকটি ভারতীয় নাগরিকের (Indian Citizen) কাছে ভোটার কার্ড ও আধার কার্ডের গুরুত্ব অপরিসীম।

212

তবে আগামী দিনে ভারতীয় নাগরিকদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে সিটিজেন কার্ড (Citizen Card)।

312

বর্তমানে সরকারি ও বেসরকারি বিভিন্ন কাজে আধার কার্ডের প্রয়োজন হয়।

412

একজন ভারতীয়র শুধুমাত্র পরিচয়পত্রের সাক্ষ্য বহন করে আধার কার্ড, নাগরিকত্বের নয়।

512

তবে সিটিজেন কার্ড (Citizen Card) পরিচয় ও নাগরিকত্ব এই দুইই বহন করবে।

612

কেন্দ্রীয় সরকারের (Central Government) প্রস্তাব অনুযায়ী, একটি করে ইউনিক সিটিজেন কার্ড ইস্যু করা হবে প্রত্যেক বৈধ ভারতীয় নাগরিকের জন্য।

712

এই কার্ডে থাকা ইউনিক নম্বর নাগরিকদের পরিচয় এবং নাগরিকত্বের প্রমাণ বহন করবে।

812

জাতীয় নিরাপত্তা আরো সুরক্ষিত করা ও অবৈধ বসবাসকারীদের চিহ্নিত করার উদ্দেশ্যেই সিটিজেন কার্ড নিয়ে আসার ভাবনাচিন্তা করছে সরকার।

912

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ইউনিক সিটিজেন কার্ডের মাধ্যমে বৈধ ও অবৈধ নাগরিকদের শনাক্ত করতে চাইছে।

1012

সিটিজেন কার্ডের (Citizen Card) উদ্দেশ্য:

বেশকিছু চলমান সমস্যা দূরীকরণে ও অভ্যন্তরীণ সুরক্ষা ব্যবস্থা জোরদার করতে সিটিজেন কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

বৈধ ও অবৈধ নাগরিকদের চিহ্নিত করতে সিটিজেন কার্ড বড় ভূমিকা নেবে।

নাগরিকত্ব আইন সংক্রান্ত যে জটিলতা সৃষ্টি হয়েছে তা মেটানো সম্ভব হবে।

কেন্দ্রীয়ভাবে নাগরিকদের তথ্য সংরক্ষণ ও তার ব্যবহার সহজ হবে সিটিজেন কার্ডের মাধ্যমে।

1112

কীভাবে পাবেন সিটিজেন কার্ড ?

জাতীয় জনসংখ্যা পঞ্জি (NPR) আপডেটের সময় জমা দিতে হবে আপনার তথ্য। এনপিআরের ভিত্তিতে যারা বৈধ নাগরিক তারা পাবেন একটি ইউনিক নম্বর।নাগরিকদের ব্যক্তিগত এবং পারিবারিক তথ্য যাচাইয়ের পর ইস্যু করা হবে সিটিজেন কার্ড।

1212

জাতীয় জনসংখ্যা পঞ্জি (NPR) আপডেট করার সময়েই চলতে পারে সিটিজেন কার্ড তৈরির কাজ। তবে কবে থেকে এই কর্মযজ্ঞ শুরু হবে সেই বিষয়ে এখনো সরকারিভাবে কিছু জানা যায়নি।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos