২০ হাজার টাকার বিনিময়ে ভারতের আধার কার্ড! হাতে নাতে ৩ বাংলাদেশিকে ধরল বিএসএফ

Published : Aug 07, 2024, 01:32 PM IST
aadhar card

সংক্ষিপ্ত

২০ হাজার টাকার বিনিময়ে ভারতের আধার কার্ড! হাতে নাতে ৩ বাংলাদেশিকে ধরল বিএসএফ

একদিকে উত্তাল বাংলাদেশ! জঙ্গি হামলার আশঙ্কায় কড়া নিরাপত্তা বাড়িয়েছে ভারত। এর মধ্যেই বাংলাদেশির কাছ থেকে উদ্ধার হল ভারতীয় আধার কার্ড।

মঙ্গলবার কোচবিহারের চ্যাংড়াবন্ধ সীমান্তে ধরা পড়েছে এই ৩ বাংলাদেশি। ইতিমধ্যেই তাদের আটক করেছে বিএসএফ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ২০২০ সালে ভারতে থাকাকালীন ২০ হাজার টাকার বিনিময়ে আধারকার্ড বানিয়েছিল তারা।

তবে এই নিয়ে ইতিমধ্যেই রায় দিয়েছেন কলকাতা হাইকোর্ট। এদিন প্রধান বিচারপতি স্পষ্ট করে বলে দিয়েছেন যে আধারকার্ড যেন ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্র নয়।

ইতিমধ্যেই সীমান্তে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। এই নিয়েই চলছে সীমান্ত পারাপার। ধৃত এই বাংলাদেশির নাম এনামুল হক। এনামুলের কাছ থেকেই উদ্ধার করা হয় ভারতীয় আধারকার্ড।

জেরায় জানা যায়, ২০২০ সালে দিল্লিতে থাকাকালীন ২০ হাজার টাকা দিয়ে আধার কার্ড বানান এই ব্যক্তি। হাসপাতালের বিলে ছাড়া পাওয়ার জন্যই আধারকার্ড বানিয়েছিল বলে জানা গিয়েছে। এনামূল ও তার ২ সন্তানকে আটক করেছে বিএসএফ। ধৃতরা বাংলাদেশের রংপুর জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে।

PREV
click me!

Recommended Stories

News Round UP: ফুটবল আইকনকে অপব্যবহারের অভিযোগ থেকে দিল্লিতেও মেসি ম্যাজিক, সারাদিনের খবর এক ক্লিকে
অনুপ্রবেশকারী ইস্যুতে ধুন্ধুমার! রাজ্যসভায় বিস্ফোরক শমীক, পাল্টা তোপ তৃণমূলের