আধার কার্ড, ভোটার আইডি কিংবা রেশন কার্ড আর নাগরিকত্বের প্রমাণ নয়: সুপ্রিম কোর্ট

Published : Jul 23, 2025, 07:50 AM IST
Supreme Court of India (Photo/ANI)

সংক্ষিপ্ত

সুপ্রিম কোর্ট জানিয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড আর নাগরিকত্বের প্রমাণ নয়। বিহার বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন নিয়ে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ বার্তা।

আধার কার্ড, ভোটার কার্ডেক কিংবা রেশন কার্ড আর নাগরিকত্ব। জানিয়ে দিল সপ্রিম কোর্ট। বিহার বিধানসভা ভোটের আগে তালিকা সংশোধনের কাজ শুরু করা নিয়ে স্পষ্ট বার্তা দিল সুপ্রিম কোর্ট।

জানানো হয়েছে আধার কার্ড, সচিত্র ভোটার পরিচয় পত্র ও রেশন কার্ড ভারতীয় নগরকত্বের প্রমাণ নয়। বিহারের বিশেষ ভোটার তালিকা সংশোধনের কাজে নাগরিকত্ত্বের প্রমাণ চাওয়ার অধিকার আছে। এমনই জানাল শীর্ষ আদালত।

সদ্য প্রকাশ্যে এল একটি মামলা। যেখানে আবেদনকারীদের দাবি ছিল, ভোটার তালিকা সংশোধনের নামে কমিশন নিজের এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছে। তবে, কমিশন বলেছে, একমাত্র ভারতীয় নাগরিকরাই ভোটার তালিকায় নাম তুলবে পারবেন এবং তা দেখা, পর্যালোচনার একমাত্র বিধিবদ্ধ দায়বদ্ধতা কমিশনেরই আছে।

কমিশন সর্বোচ্চ আলাদতকে জানায়, ভোটার তালিকায় নাম থাকার নূন্যতম যোগ্যতা হল ভারতের নাগরিক হতে হবে। যে কারণে কমিশনের কর্তব্য ও দায়িত্ব হচ্ছে এই শর্ত পূরণ হচ্ছ কি না তা খতিয়ে দেখা। কমিশন আদালতকে জানিয়েছে, ভোটার রেজিস্ট্রেশন অফিসার যখন দেখথেন কোনও ব্যক্তির নাম তালিকা থাকার কোনও যোগ্যতা নেই, তখন তা বাদ দেওয়া হবে। এক্ষেত্রে বৈষম্যে কোনও কারণ ঘটছে না।

কমিশন আরও বলেছে, তাদের একমাত্র লক্ষ্য, যারা ভারতের নাগরিক নন, এমন ব্যক্তির নাম তালিকা থেকে বাদ দেওয়া। এই কাজের জন্য নাগরিকত আইন ১৯৫৫ মোচাবেক তাদের সেই ক্ষমতা রয়েছে। কমিশনের প্রত্যুত্তরের পরে সুপ্রিম কোর্ট এই মামলার পরবর্তী শুনানি ধার্য করেছে আগামী ২৮ জুলাই। এখন দেখার পরবর্তী শুনানিতে আদালত কার পক্ষে রায় দেয়। 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ভারতের এয়ারলাইনের ইতিহাসে বড় বিপর্যয়! ইন্ডিগো একদিনে তার ৪০০ ফ্লাইট বাতিল করেছে
কেন ২০ ডিসেম্বর মোদী নদিয়ার রাণাঘাটে জনসভা করবেন? জানালেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়