রাহুলের বৈঠক হাজির হলেও ধর্নায় গরহাজির অভিষেক, কোন পথে কংগ্রেস-টিএমসি সমীকরণ

Published : Aug 14, 2025, 03:22 PM IST

কী হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? রাহুল গান্ধীর ডাকা বৈঠকে উপস্থিত হলেও তাঁকে দেখা যায়নি কংগ্রেসের ডাকে নির্বাচনী দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ অভিযানে। যদিও তৃণমূল কংগ্রেসের একাধিক সদস্য বিক্ষোভে সামিল হয়েছিলেন। 

PREV
15
বিক্ষোভে গরহাজির অভিষেক ?

কী হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? রাহুল গান্ধীর ডাকা বৈঠকে উপস্থিত হলেও তাঁকে দেখা যায়নি কংগ্রেসের ডাকে নির্বাচনী দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ অভিযানে। যদিও তৃণমূল কংগ্রেসের একাধিক সদস্য বিক্ষোভে সামিল হয়েছিলেন। মহুয়া মৈত্র থেকে মিতালি বাগ, দোলা সেন- মিছিলে রীতিমত নজর কেড়েছেন। উপস্থিত ছিলেন ডেরেক ও'ব্রায়নও। কিন্তু মিছিলে ছিলেন না কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও কল্য়াণ সেই দিন তৃণমূল কংগ্রেসের হয়ে সওয়ালে ব্যস্ত ছিলেন সুপ্রিম কোর্টে। কিন্তু কোথায় ছিলেন অভিষেক?

25
কোথায় অভিষেক?

তৃণমূল কংগ্রেস সূত্রের খবর যেদিন কংগ্রেসের ডাকে সাংসদরা বিক্ষোভ অভিযান করেছিলেন সেই দিন অভিষেক ছিলেন দিল্লিতে। সেখানে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে উপস্থিত ছিলেন। দলীয় সংসদের সঙ্গে মধ্যাহ্নভোজের বৈঠকও করেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড। কিন্তু বিক্ষোভে অনুপস্থিত কেন? তৃণমূল কংগ্রেস সূত্রের খবর, সোমবার বিক্ষোভের দিন অভিষেক ভার্চুয়াল বৈঠক করেন নিজের দলের জেলাসভাপতি ও বিধায়কদের সঙ্গে। কলকাতায় তাঁর ক্যামাকস্ট্রিটের অফিসে কয়েকটি জেলার সাংগঠনিক প্রধানদের ডাকা হয়েছিল। সেই বৈঠকেই দিল্লি থেকে যোগদাা করেন তিনি।

35
কাছে-দূরে

সম্প্রতি রাজনৈতিক বাধ্যবাধকতায় কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসকে জাতীয় রাজনীতিতে ঘনিষ্ট হতে দেখা গিয়েছে। রাহুলের নির্বাচনী দুর্নীতি নিয়ে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অভিষেক। তিনি রাহুলের সঙ্গে একান্তে কথা বলেন। অভিষেকের অভিযোগ শোনেন রাহুল। তারপর কংগ্রেসের কাছাকাছি হয় তৃণমূল সাংসদরা। কিন্তু অতিরিক্ত ঘনিষ্টতা ভোটের পূর্বে ঠিক নয়, বলেও কংগ্রেসের সঙ্গে দূরত্ব তৈরি করে তৃণমূল। এমনটাই বলছে তৃণমূলের একটি সূত্র।

45
দূরত্ব বাজায়

আগামী বছর রাজ্য বিধানসভা নির্বাচন। এখনও কংগ্রেস ও তৃণমূলের জোট হয়নি। ভবিষ্যতেও জোট হওয়ার কোনও সম্ভাবনা নেই। একদিকে কেন্দ্রের রাহুল-অভিষেককে ঘনিষ্ট হতে দেখা গিয়েছে। কিন্তু রাজ্যে কংগ্রেসের সঙ্গে রীতিমত দূরত্ব বাজায় রেখেছে তৃণমূল। রাহুলের অভিযোগের পরেই প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তৃণমূলের বিরুদ্ধে নির্বাচনী দুর্নীতির অভিযোগ তুলেছেন। ডায়মন্ড হারবারে অভিষেক ভোটে কারচুপে করেছেন বলেও অভিযোগ। একদিকে রাজ্যে কংগ্রেস যেমন দূরত্ব বজায় রাখছে তেমনই তৃণমূলও দূরত্ব বাজায় রাখার চেষ্টা করছে।

55
রীতিমত প্রতিষ্ঠা করে ফেলেছেন রাহুল

জাতীয় স্তরে রাহুল নিজেকে রীতিমত প্রতিষ্ঠা করে ফেলেছেন। নির্বাচনী দুর্নীতির পর্দা ফাঁস করা থেকে নির্বাচন কমিশন ঘেরাও সবক্ষেত্রে তিনি বিরোধী দলনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে শুরু করেছে। আগামী সাধারণ নির্বাচনে তিনি বিরোধীদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছেন বলেও জাতীয় রাজনীতিতে গুঞ্জন। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব কংগ্রসের সঙ্গে খুব একটা ঘনিষ্ট হতে চায় না। সেই কারণে বিক্ষোভ কর্মসূচি অনুপস্থিত ছিলেন অভিষেক। তেমনই বলছে তৃণমূলের একটি সূত্র।

Read more Photos on
click me!

Recommended Stories