আমি তোমাকে চাঁদ এনে দেব। ভালবাসার মানুষটাকে মনের অনুভূতি বোঝাতে দীর্ঘকাল ধরে মানুষ এই কথা বলে এসেছে। কিন্তু ভালোবাসা হারিয়ে চাঁদে যাচ্ছে কেউ, এমনটা সচরাচর শোনা যায় না। শুদু তাই নয় চাঁদ থেকে ফিরবেন তিনি নতুন প্রেমিকাকে নিয়ে। গল্প কথা নয়, এটাই বাস্তব। এর জন্য সঙ্গিনীর সন্ধান করছেন জাপানি উদ্যোগপতি ইউসাকু মায়েজাওয়া।
জানা গিয়েছে সম্প্রতি তাঁর দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে। আর তারপরই গোটা বিশ্বের কাছে এমন অদ্ভূত প্রস্তাব রেখেছেন তিনি। সোশ্যাল মিজিয়ায় তিনি লেখেন চাঁদে ভ্রমণের জন্য 'প্রথম মহিলা' খুঁজছেন তিনি। তাঁর এই পোস্ট বিশ্বে যতেষ্ট আলোড়ন তৈরি করেছে।
তবে যে সে হলেই তো আর হবে না, তার সঙ্গিনী হওয়ার জন্য মায়েজাওয়ার বেশ কঠিন কিছু যোগ্যতা মান রেখেছেন। দেখে নেওয়া যাক কী সেগুলি -
বয়স হবে ২০ বা তার উপরে
উজ্জ্বল ব্যক্তিত্বের এবং সবসময় ইতিবাচক মানসিকতার
মহাকাশ ভ্রমণে আগ্রহী এবং তার প্রস্তুতিতে অংশ নিতে সক্ষম
জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করতে ইচ্ছুক
বিশ্বশান্তি কামনা করে
২০২৩ সালে তিনি চাঁদে যাবেন। তবে যদি তার মধ্য়ে সঙ্গিনী খুঁজে পান। এলন মাস্কের স্পেসএক্স সংস্থা এই মহাকাশযাত্রার জন্য প্রয়োজনীয় মহাকাশযানটি দেবে। এই সংস্থাই মায়েজাওয়া-র চন্দ্র ভ্রমণ পরিচালনা করবে। মহাকাশযানটির নাম 'স্টারশিপ'।