জেপি নাড্ডার পর বিজেপির সর্বভারতীয় সভাপতি কে? উঠছে এই ৩ মহিলা নেত্রীর নাম

Published : Jul 04, 2025, 05:41 PM IST

বিজেপির সর্বভারতীয় সভাপতি কে হচ্ছেন? জল্পনা তুঙ্গে গোটা দেশেই। ইতিমধ্যে আরএসএস-বিজেপির একাধিক বৈঠক হয়েছে। বর্তমানে আরএসএস-এর বৈঠক চলছে দিল্লিতে। তাই আরও একদফা আলোচনার সম্ভাবনা রয়েছে। 

PREV
110

বিজেপির সর্বভারতীয় সভাপতি কে হচ্ছেন? জল্পনা তুঙ্গে গোটা দেশেই। ইতিমধ্যে আরএসএস-বিজেপির একাধিক বৈঠক হয়েছে। বর্তমানে আরএসএস-এর বৈঠক চলছে দিল্লিতে। তাই আরও একদফা আলোচনার সম্ভাবনা রয়েছে।

210

জেপি নাড্ডার মেয়াদ শেষে হয়েছে ২০২৩ সালের। কিন্তু লোকসভা নির্বাচন থাকায় নাড্ডেতেই আস্থা রেখেছিল পরই। কিন্তু তারপরেও নতুন সভাপতি বেছে উঠতে পারেনি দিল্লির নেতারা।

310

জেপি নাড্ডা বিজেপির সভাপতি থাকতে বাধা বিজেপির এক ব্যক্তি এক পদ নীতি। জেপি নাড্ডা বর্তমানে কেন্দ্রের গুরুত্বপূর্ণ মন্ত্রী। আর সেই কারণে মন্ত্রী ও সর্বভরতীয় সভাপতি থাকতে পারবেন না তিনি।

410

বিহার বিধানসভা নির্বাচন আসন্ন। প্রশ্ন তার আগে না পরে বিজেপি সর্বভারতীয় সভাপতি নির্বাচন হবে তা নিয়েও জল্পনা রয়েছে।

510

বিজেপির সর্বভারতীয় সভাপতি কে? গেরুয়া শিবির সূত্রের খবর বিজেপির পরবর্তী সভাপতি হতে পারেন কোনও মহিলা। জল্পনায় রয়েছে একাধিক নাম।

610

বিজেপি সূত্রের খবর এমন কাউকে সভাপতি করার পরিকল্পনা রয়েছে যিনি একদিকে বিজেপি অন্যদিকে সংঘের সঙ্গে সুন্দর করে তালমিল রেখে চলতে পারে। পাশাপাশি আগামী নির্বাচনে যদি মোদী লড়াই না করেন তাহলে দলের আদর্শকে পাথেয় করেই দলকে এগিয়ে নিয়ে যেতে পারবে।

710

মোদী-অমিত শাহ কোনও মহিলাকে সভাপতি করেই বিজেপির নতুন ইতিহাস লেখার পরিকল্পনা করছেন বলেও সূত্রের খবর। কিন্তু কে হবেন সেই মহিলা সভাপতি।

810

সভাপতি হিসাবে সবার প্রথমেই উঠে আসছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নাম। কিন্তু তাঁকে যদি সংগঠনের দায়িত্ব দেওয় হয় তাহলে নতুন করে আবার অর্থমন্ত্রী বাছতে হবে বিজেপিকে।

910

দ্বিতীয় নাম হিসেবে উঠে এসেছে ডি পুরান্ডেশ্বরীর নাম। অন্ধ্র প্রদেশের প্রাক্তন রাজ্যে সভপতি তিনি। একধিক ভাষায় দক্ষ এই মহিলা। বিজেপির সঙ্গে দীর্ঘ দিন যুক্ত।

1010

তৃতীয় নাম আইনজীবী থেকে বিজেপি নেত্রী বনথী শ্রীনিবাসন। বর্তমানে কোয়েম্বাটোর দক্ষিণের বিধায়ক বনথী। রাজ্য সভাপতি থেকে সাধারণ সম্পাদক, তামিলনাড়ুর উপ-সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি।

Read more Photos on
click me!

Recommended Stories