পুঞ্চ সীমান্তে আবারও সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের? কড়া জবাব দিল ভারত

Published : Feb 18, 2025, 12:00 AM IST
Indian Army at Poonch

সংক্ষিপ্ত

যদিও এই হামলায় হতাহতের কোনওরকম খবর পাওয়া যায়নি। 

আবারও বিনা প্ররোচনায় সীমান্তে গোলাগুলি। এবার সেনাবাহিনীর ক্যাম্প লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি পাকিস্তানের। রবিবার, জম্মু-কাশ্মীরের পুঞ্চ সীমান্তে এই হামলা চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।

যদিও এই হামলায় হতাহতের কোনওরকম খবর পাওয়া যায়নি। কিন্তু প্রতিবেশী দেশের এই প্ররোচনার বিরুদ্ধে কড়া জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে জম্মু-কাশ্মীরের একাধিক এলাকায় যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। রবিবার, সকাল ১১.৩০ মিনিট নাগাদ একইভাবে পুঞ্চের গুলপুর সেক্টরে গুলি চালায় পাকিস্তানি সৈন্য। এই প্রসঙ্গে এক সেনা আধিকারিক জানিয়েছেন, অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটে নাক্কারকোট ব্রিজ থেকে অন্তত ১৮ রাউন্ড গুলি ছোড়া হয় জঙ্গলঘেরা এলাকায় থাকা ভারতীয় সেনার ছাউনি লক্ষ্য করে।

তবে তার পালটা জবাব দিতে একদমই দ্বিধা করেননি ভারতীয় জওয়ানরা। পাল্টা অন্তত ৬০ রাউন্ড গুলি ছোড়া হয় বলে জানা গেছে। দুই পক্ষের এই গুলির লড়াইতে হতাহতের অবশ্য কোনও খবর পাওয়া যায়নি।

পাকিস্তানি সেনার এই ধরনের হামলা প্রসঙ্গে সেনা আধিকারিকরা দাবি করছেন, অনেকদিন ধরেই ওই এলাকা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে পাকিস্তানি জঙ্গিরা। আদতে উপত্যকাকে অশান্ত করতেই তাদের এই কর্মকাণ্ড চলছে বলে অনুমান তাদের। অবশ্য এর আগেও ঐ এলাকায় অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছিল জঙ্গিরা। কিন্তু সেইবার সেনার পাল্টা গুলিতে মৃত্যু হয় একাধিক জঙ্গির।

অন্যদিকে, গত সপ্তাহে নিয়ন্ত্রণ রেখায় ফের হামলা চালিয়েছিল পাকিস্তান। একটি আইইডি বিস্ফোরণে এক সেনা আধিকারিক সহ দুজনের মৃত্যুও হয়। আহত হন আরও দুই জওয়ান। এদিকে সেই হামলার পাল্টা পাকিস্তানকে কড়া জবাব দিতে একবারের জন্যও দ্বিধা করেনি ভারতীয় সেনা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: শীতে জুবুথুবু বঙ্গ, একধাক্কায় কলকাতায় পারদ পতন ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস- আরও ঠান্ডার পূর্বাভাস
পুতিনকে দেওয়া মোদীর ৬টি উপহার দেখুন ছবিতে, তালিকায় রয়েছে বাংলার বিখ্যাত এই জিনিসটি