দিল্লিতে ফের নির্ভয়াকাণ্ড! চলন্ত অটোতে এক মহিলাকে গণধর্ষণ, ঘটনার ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল দিল্লি পুলিশ
ফের দিল্লিতে নির্ভয়াকাণ্ড! নয়াদিল্লির আইটিও এলাকায় গণধর্ষণের শিকার হলেন এক মহিলা। উল্লেখযোগ্যভাবে, দিল্লি পুলিশ নির্ভয়ার মতোই পুরো ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল। আশঙ্কাজনক অবস্থায় নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে দিল্লি পুলিশের পুরনো সদর দফতর থেকে কয়েক মিটার দূরে।
জানা গিয়েছে, আইটিও-র কাছে এক কিশোরীকে গণধর্ষণ করে তিন দুষ্কৃতী। রাজঘাটের কাছে গান্ধী স্মৃতি সার্ভিস রোডে নিয়ে গিয়ে অটোতেই ধর্ষণ করে দুষ্কৃতীরা। গণধর্ষণের পর মেয়েটি মানসিক বিপর্যস্ত বলে জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে,এরপর ওড়িশার বাসিন্দা ৩৪ বছরের ওই কিশোরী অর্ধনগ্ন অবস্থায় রাজঘাট থেকে হেঁটে সরাই কালেখানে পৌঁছন। গত ১১ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। সরাই কালেখাখানে মেয়েটিকে দেখে নৌবাহিনীর এক আধিকারিক পুলিশে খবর দেন।
দক্ষিণ-পূর্ব জেলা পুলিশের ডেপুটি কমিশনার রবি কুমার সিং জানিয়েছেন, যে প্রায় ২১ দিনের কঠোর পরিশ্রমের পরে, অটো চালক প্রভু, স্ক্র্যাপ শপের কর্মী প্রমোদ এবং শামশুলকে গ্রেফতার করা হয়েছে।
এসিপি ঐশ্বরিয়ন সিং অপরাধীকে ধরার জন্য একটি দল গঠন করেন। মহিলা কনস্টেবল সঙ্গীতাও অভিযুক্তকে ধরার জন্য সমাজকর্মী সেজে ভুক্তভোগীর সাথে দেখা করেছিলেন। সাত শতাধিক সিসিটিভি ক্যামেরা বিশ্লেষণ করা হয়েছে এবং দেড় শতাধিক অটোরিকশা যাচাই করা হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশের অন্তত ১০টি দল গঠন করা হয়েছে। এরপরই গান্ধী মেমোরিয়াল সার্ভিস রোড থেকে নির্যাতিতার রক্তমাখা সালোয়ার উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।