প্রায় এক যুগ আগেই ওই বিমানে ব্যবহৃত লিথিয়াম-আয়ন ব্যাটারির সমস্যা চিহ্নিত করা হয়েছিল। অভিযোগ উঠেছিল, হাইড্রলিকের কার্যকারিতা নিয়েও। সে সময় দ্রুত নতুন নকশা ও সুরক্ষাব্যবস্থার মাধ্যমে সমস্যার নিষ্পত্তির কথা জানিয়েছিল বোয়িং। কিন্তু সমস্যার পুরোপুরি নিরসন হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন তুলে দিল বৃহস্পতিবারের দুর্ঘটনা।