রমেশ জনিয়েছেন, 'আমি যেখানে বসেছিলাম সেই দিকটি ভবনের নিচতলায় পড়ে গিয়েছিল। কিছুটা জায়গা ছিল। দরজা ভেঙে আমি সেই জায়গাটি দেখতে পেয়ে লাফিয়ে বেরিয়ে আসি।' তিনি আরও জানিয়েছে, দরজাটা ধাক্কাদিতেই ভেঙে পড়ে যায়। উল্টো দিকে একটা দেওয়াল ছিল। তিনি দৌড়ে যান, কিন্তু কী করে যান তা তিনি জানান না বলেও জানিয়েছেন।