
Air India IndiGo Advisory: পহেলগাঁওয়ে মঙ্গলবার জঙ্গি হামলায় ২৬ পর্যটকের মৃত্যুতে উত্তপ্ত ভারত-পাক আন্তর্জাতিক রাজনীতি। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেছে ভারত। বাাতিল করে দেওয়া হয়েছে সিন্ধু জল চুক্তি, বন্ধ পাক ভিসা। পাকিস্তানের নাগরিকদের ৪৮ ঘন্টার মধ্যে দেশ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। কমিয়ে আনা হয়েছে পাক হাইকমিশনে নিযুক্ত আধিকারিকদের সংখ্যা।
ভারতের তরফে একের পর এক ধাক্কায় রীতিমত বিধ্বস্ত পাকিস্তান। ভারতের নির্দেশিকা জারির পর পাল্টা প্রত্যুত্তর দিয়েছে শাহবাজ শরিফ সরকার। ভারতকে পাক আকাশসীমা ব্যবহার করতে নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান। যারফলে লন্ডন, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলিতে যেতে হলে সময় লাগবে আগের তুলনায় অনেক বেশি। যা নিয়ে যাত্রীদের এবার আগাম সতর্ক বার্তা দিলো ভারতীয় দুই উড়ান সংস্থা 'Air India', এবং 'IndiGo'।
নির্দেশিকায় কী জানিয়েছে এই দুই উড়ান সংস্থা (Air India IndiGo Advisory):-
এয়ার ইন্ডিয়া তাদের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) ঘোষণা করেছে যে, ''পাকিস্তানের আকাশসীমায় নতুনভাবে আরোপিত নিষেধাজ্ঞার কারণে উত্তর আমেরিকা, যুক্তরাজ্য, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের সঙ্গে ভারতের ফ্লাইটগুলিকে বিকল্প ও দীর্ঘ রুট ব্যবহার করতে হতে পারে। যাত্রীদের সম্ভাব্য বিলম্বের জন্য প্রস্তুত থাকার এবং সেই অনুযায়ী তাদের ভ্রমণ পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।''
সূত্রের খবর, পাকিস্তান সরকারের তরফে সকল ভারতীয় বিমান সংস্থার জন্য আকাশসীমা ব্যবহারে ঘোষিত নিষেধাজ্ঞার কারণে, উত্তর আমেরিকা, যুক্তরাজ্য, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে বা সেখান থেকে আসা কিছু এয়ার ইন্ডিয়া ফ্লাইটকে বিকল্প এবং দীর্ঘ রুট ব্যবহার করতে হতে পারে বলে মনে করা হচ্ছে।
এই অপ্রত্যাশিত পরিস্থিতিতে যাত্রীদের যে অসুবিধা হচ্ছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। সংস্থার তরফে একটি বার্তায় জানানো হয়েছে যে, ''এই পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে, তবে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে আমরা পুনরায় নিশ্চিত করতে চাই যে, আমাদের যাত্রী এবং ক্রুদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার।''
তবে শুধু এয়ার ইন্ডিয়া একা নয়, অপর একটি ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগো-ও তাদের যাত্রীদের জন্য ভ্রমণ সংক্রান্ত বিষয়ে পরামর্শ জারি করেছে। ইন্ডিগো তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছে, ''বর্তমান পরিস্থিতি এবং পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকার কারণে কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটের সময়সূচিতে প্রভাব পড়তে পারে। আমরা যাত্রীদের অসুবিধা যতটা সম্ভব কমিয়ে আনতে কাজ করছি।''
প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে পহেলগাঁওতে পর্যটকদের উপর জঙ্গি হামলায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। সরকারের তরফে পাকিস্তানের বিরুদ্ধে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। তারপরই পাল্টা প্রতিক্রিয়া হিসেবে পাক সরকার জানায় যে, এবার থেকে আর পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না ভারত। এই সিদ্ধান্তের ফলে ভারতীয় রেজিস্ট্রেশনপ্রাপ্ত বিমান, পাশাপাশি ভারতীয় অপারেটরদের মালিকানাধীন বা লিজ নেওয়া যেকোনও বিমান পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে পারবে না।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।