Air India: দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে প্রযুক্তিগত ত্রুটি, ফিরিয়ে আনা হল বে-তে, বাতিল হল বিমান

Published : Aug 18, 2025, 10:11 AM IST
Air India

সংক্ষিপ্ত

দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। কেরল থেকে যাত্রা করা বিমানটিতে কংগ্রেস সাংসদ হিবি ইডেন এবং রাজ্যসভার সাংসদ জেবি মাদার উপস্থিত ছিলেন। বিমানটিকে বে-তে ফিরিয়ে আনা হয় এবং পরে নতুন বিমানের ব্যবস্থা করা হয়।

ফের খবরে এয়ার ইন্ডিয়া বিমান। দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে দেখা গেল যান্ত্রিক ত্রুটি। রবিবার মাঝ রাতে ছড়াল আতঙ্ক। কেরল থেকে যাত্রা করা ওই বিমানে ছিলেন কংগ্রেস সাংসদ হিবি ইডেন এবং রাজ্যসভার সাংসদ জেবি মাদার। টেক অফের সময় আচমকা প্রযুক্তিগত সমস্যা দেখা যায়। তারপর সেটিকে ফিরিয়ে আনা হয় বে-তে। পরে বিমান সংস্থা জানায়, নতুন বিমানের ব্যবস্থা করা হচ্ছে, তা রাত ১টার সময় যাত্রীদের নিয়ে রওনা হবে।

এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়, ‘১৭ অগাস্ট কোটি থেকে দিল্লিগামী এআই ৫০৪ বিমানে প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। ওড়ার আগে পাইলটরা সমস্যাটি টের পান এবং নিয়ম মেনে বিমানটিকে ফিরিয়ে আনা হয় বে-তে। যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। বিমানটি ছিল এয়ারবাসে এ৩২১ মেডেলের।’

কোচা আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র সে সময় জানিয়েছিলেন, ‘প্রযুক্তিগত সমস্যার কারণেই টেক অফ বন্ধ করা হয়। এয়ার ইন্ডিয়া ওই বিমানটি বদলে দিয়েছে। টেক অফের সময় প্রযুক্তিগত সমস্যা ধরা পড়ে। বিমানটিকে ফিরিয়ে আনা হয়েছে বে-তে। নতুন বিমান পাঠানো হচ্ছে।’

বিমানে ছিলেন কংগ্রেস সাংসদ হিবি ইডেন। তিনি লেখেন, এইমাত্র বিমানে এক অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়। মনে হচ্ছিল রানওয়ে থেকে পিছলে যাচ্ছে। শেষ পর্যন্ত উড়ল না। এআই ৫০৪ বাতিল হয়েছে। নতুন বিমানের কথা ঘোষণা করেছে রাত ১টার জন্য। আজ এনিয়ে তৃতীয় বিমান এভাবে গ্রাউন্ডেড করা হয়।

একইসঙ্গে রাজ্যসভার সাংসজ জেবি মাদারও পোস্ট করেন। তিনি বলেন, এই বিমানটি আর ব্যবহার করা যাবে না। যাত্রীদের অন্য বিমানে নিয়ে যাওয়া হবে, প্রায় রাত ১টার দিকে।

 

 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Indian Railways: এবার তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে বড়সড় রদবদল, জানিয়ে দিল রেল
রজস্বলা নাবালিকাকে একটা স্যানিটারি ন্যাপকিন দিতে ব্যর্থ ইন্ডিগো, বাবার কাতর আর্জির ভিডিয়ো ভাইরাল