এখনও পর্যন্ত ১৪ জন মৃত, ১২৩ জন আহত - দেখে নিন কেরলের বিমান দুর্ঘটনার যাত্রী তালিকা

দুর্ঘটনার মুখে দুবাই থেকে আসা এয়ার ইন্ডিয়ার বিমান

কেরলের বিমান বন্দরে নামার সময়ে হয়ে গেল টুকরো টুকরো

১ পাইলট-সহ এখনও পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে

দেখে নিন দুর্ঘটনাগ্রস্ত বিমানের যাত্রী তালিকা

 

শুক্রবার সন্ধ্যায় কেরলের কোঝিকোড়ের করিপুর বিমানবন্দরে ঘটেছে বড়সড় বিমান দুর্ঘটনা। অবতরণের সময় রানওয়ে থেকে পিছলে গিয়ে একটি ৩০ ফুট গভীর খালে পড়ে যায় বিমানটি। এখনও পর্যন্ত এই মর্মান্তিক ঘটনায় ১৪ জনের মৃত্যু এবং অন্তত ১২৩ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

মালপ্পুরম জেলার এসপি জানিয়েছেন, এই দুর্ঘটনায় কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে এবং ১২৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলেই এক পাইলটের এবং ২ যাত্রীর মৃত্যু হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছিল। পরে হাসপাতালে মৃত্যু হয় কো-পাইলটের-ও। পরে পুলিশের পক্ষ থেকে হতাহতের এই হিসাব প্রকাশ করা হয়।

Latest Videos

 

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস সংস্থার পক্ষ থেকে বন্দে ভারত মিশনের আওতায় দুবাই থেকে কেরলগামী ওই বিমানের যাত্রী তালিকা প্রকাশ করা হয়েছে। জানা গিয়েছে  মোট ১৭৮ জন যাত্রী যাত্র শুরু করেছিল বিমানটি। তারমধ্যে অন্তত ১০ জন শিশুও ছিল। এছাড়া, উড়োজাহাজটিতে মোট ৬ জন ক্রু সদস্য ছিলেন। এরমধ্যে দু'জন পাইলট।

বিমানটি রানওয়ে থেকে পিছলে যাওয়ার পরই বিমানের সামনের অংশ পিছনের অংশ থেকে আলাদা হয়ে যায়। আহত সকলকেই অ্যাম্বুল্যান্সের সাহায্যে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হতাহতের সংখ্যা সময়ের সঙ্গে সঙ্গে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

Share this article
click me!

Latest Videos

২ মাস ধরে নেই বেতন! পরিবার সামলাতে হিমশিম, Chinsurah-এ পৌরকর্মীদের বিক্ষোভে থমথমে গোটা এলাকা
শতবর্ষে প্রাক্তন প্রধানমন্ত্রী Atal Bihari Vajpayee, শ্রদ্ধা নিবেদন রাষ্ট্র নেতাদের | PM Modi News
'হাসিনাকে চাই! তোদের চিঠি ডাস্টবিনে ফেলে দিয়েছে ভারত' ক্ষমতা বুঝিয়ে দিলেন Suvendu Adhikari
Suvendu Adhikari Live : শতবর্ষে অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধার্ঘ্য নিবেদন শুভেন্দু অধিকারীর
হিন্দুদের পাশে থাকায় শুভেন্দুকে প্রাণ নাশের হুমকি, দেখুন জবাবে কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari