Air India Express: গোটা দেশজুড়ে বিমান চলাচল ব্যাহত হতে পারে! বিবৃতি দিয়ে জানাল এয়ার ইন্ডিয়া

Published : Nov 29, 2025, 01:29 PM ISTUpdated : Nov 29, 2025, 02:56 PM IST
Air India

সংক্ষিপ্ত

Air India Express: নির্ধারিত সময়ের থেকে বেশ কিছুটা দেরিতে ছাড়তে পারে বিমান। সেইসঙ্গে, কিছু বিমানের সময়ও পরিবর্তন করা হতে পারে। বেশ কিছু বিমানকে বাতিলও করা হতে পারে বলে সূত্রের খবর। সম্ভাব্য সমস্যার কথা আগেভাগেই জানিয়ে দিয়েছে এয়ার ইন্ডিয়া।

Air India Express: এয়ার ইন্ডিয়ার তরফে ইতিমধ্যেই জারি করা হয়েছে বিবৃতি (airbus a320 flight)। তীব্র সৌর বিকিরণের জেরে, গোটা দেশজুড়ে ব্যাহত হতে পারে বিমান পরিষেবা। সরকারি বিবৃতি দিয়ে সেই জানাল এয়ার ইন্ডিয়া (Air India)। . 

গোটা দেশজুড়ে ব্যাহত হতে পারে বিমান পরিষেবা

নির্ধারিত সময়ের থেকে বেশ কিছুটা দেরিতে ছাড়তে পারে বিমান। সেইসঙ্গে, কিছু বিমানের সময়ও পরিবর্তন করা হতে পারে। বেশ কিছু বিমানকে বাতিলও করা হতে পারে বলে সূত্রের খবর। সম্ভাব্য সমস্যার কথা আগেভাগেই জানিয়ে দিয়েছে এয়ার ইন্ডিয়া। 

 

 

সংস্থার তরফ থেকে বলা হয়েছে, “এয়ার ইন্ডিয়াতে, নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। গোটা বিশ্বব্যাপী A320 ফ্যামিলি বিমানে বাধ্যতামূলক সফটওয়্যার এবং হার্ডওয়্যার পুনর্বিন্যাসের জন্য EASA ও Airbus-এর নির্দেশকে অনুসরণ করে, আমাদের টেকনিক্যাল যত দ্রুত সম্ভব কাজটি সম্পন্ন করার জন্য দিনরাত কাজ করে চলেছেন। ইতিমধ্যেই এই সমস্যার দ্বারা প্রভাবিত আমাদের ৪০%-এর বেশি বিমানের রিসেট সম্পন্ন করতে পেরেছি এবং EASA দ্বারা নির্ধারিত সময়সীমার মধ্যে পুরো সমস্যা সমাধানের বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী।"

বিমানগুলিকে পরীক্ষার জন্য পাঠানো উচিত

প্রসঙ্গত, সৌর বিকিরণের কথা জানিয়ে আগেই সতর্ক করে দেয় বিমান নির্মাণকারী সংস্থা এয়ারবাস। এয়ার ইন্ডিয়া অধিকাংশ ক্ষেত্রেই এয়ারবাসের বিমান ব্যবহার করে থাকে। সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, দেশের অন্তত ২০০-২৫০টি বিমানে সমস্যা হতে পারে। ফলে, অভ্যন্তরীণ বিমান চলাচল নিয়ন্ত্রণে আগামী কয়েকদিন ব্যাপক সমস্যা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। 

এয়ারবাস জানিয়েছে, তাদের এ৩২০-ফ্যামিলি বিমানগুলিতে যে বিমান নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে, সেই তথ্য সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যেতে পারে এই সৌর বিকিরণের জেরে। সেইজন্য অবিলম্বে বিমানগুলিকে পরীক্ষার জন্য পাঠানো উচিত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Indian Railways: এবার তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে বড়সড় রদবদল, জানিয়ে দিল রেল
রজস্বলা নাবালিকাকে একটা স্যানিটারি ন্যাপকিন দিতে ব্যর্থ ইন্ডিগো, বাবার কাতর আর্জির ভিডিয়ো ভাইরাল