হিন্দু, শিখদের আর 'হালাল' খাবার দেওয়া হবে না, জানিয়ে দিল এয়ার ইন্ডিয়া

এয়ার ইন্ডিয়ায় সব যাত্রীকেই খাবার দেওয়া হয়। কিন্তু এই খাবারের ক্ষেত্রেও ধর্মীয় কারণে বিতর্ক জুড়ে গিয়েছে। এবার এই বিতর্ক থামাতে উদ্যোগী হল এয়ার ইন্ডিয়া।

এখন থেকে এয়ার ইন্ডিয়ার উড়ানে হিন্দু ও শিখ যাত্রীদের আর 'হালাল' খাবার দেওয়া হবে না। বিজ্ঞপ্তি দিয়ে এমনই জানিয়ে দিল এয়ার ইন্ডিয়া। মুসলিম যাত্রীদের 'হালাল' খাবার দেওয়া হবে। অন্য ধর্মাবলম্বী যাত্রীদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা করা হবে। এয়ার ইন্ডিয়ার কর্মীদের এই নির্দেশ দেওয়া হয়েছে। চলতি মাসের এক তারিখ থেকে এয়ার ইন্ডিয়ার এই নির্দেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। মুসলিম ধর্মাবলম্বী যাত্রীদের জন্য আলাদা খাবার দেওয়া হচ্ছে। মুসলিমদের জন্য যে খাবার দেওয়া হচ্ছে, সেই খাবারের প্যাকেটের উপর ‘MOML’ লেখা থাকছে। এই ধরনের খাবারের প্যাকেট আলাদা করে রাখা হচ্ছে। শুধু এই বিশেষ প্যাকেটেই 'হালাল' খাবার থাকছে। সৌদি আরবের উড়ানে সব খাবারই 'হালাল' থাকবে। জেড্ডা, দাম্মাম, রিয়াধ, মদিনায় 'হালাল সার্টিফিকেট' দেওয়া হবে। হজ যাত্রীদের জন্য 'হালাল' খাবার দেওয়া হবে।

কংগ্রেস সাংসদের পোস্টে বিতর্ক

Latest Videos

এ বছরের ১৭ জুন তামিলনাড়ুর বিরুধুনগরের কংগ্রেস সাংসদ মনিকাম টেগরের সোশ্যাল মিডিয়া পোস্টে বিতর্ক তৈরি হয়। তিনি অভিযোগ করেন, ধর্মের ভিত্তিতে আলাদা খাবার দিচ্ছে এয়ার ইন্ডিয়া। 'এক্স' হ্যান্ডলে এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইটের স্ক্রিনশট তুলে ধরে কংগ্রেস সাংসদ এার ইন্ডিয়ার খাবার নিয়ে প্রশ্ন তোলেন। এ বিষয়ে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের হস্তক্ষেপ দাবি করেন তিনি। এয়ার ইন্ডিয়াকে কটাক্ষ করে কংগ্রেস সাংসদ লেখেন, ‘সংঘীরা কি এয়ার ইন্ডিয়া দখল করে নিয়েছে?’

 

 

কেন আলাদা খাবার?

আমিষ খাবার, বিশেষ করে মাংসের ক্ষেত্রে মুসলিদের আলাদা ধরন আছে। এই পদ্ধতি 'হালাল' নামে পরিচিত। হিন্দুত্ববাদীরা এই ধরনের খাবার খেতে আপত্তি জানাচ্ছেন। এই কারণেই এয়ার ইন্ডিয়ার উড়ানে হিন্দু ও শিখদের যে খাবার দেওয়া হচ্ছে, মুসলিমদের জন্য তার চেয়ে আলাদা খাবার দেওয়া হচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

এয়ার ইন্ডিয়ার দিল্লি-শিকাগো ফ্লাইটে ফের বোমা হুমকি, কানাডায় জরুরি অবতরণ বিমানের

বিস্ফোরণ হবে কয়েক মিনিটের মধ্যে! বোমার হুমকিতে তড়িঘড়ি নামল এয়ার ইন্ডিয়ার বিমান, তারপর..

এয়ার ইন্ডিয়ার উড়ানে প্রায় ৯ ঘণ্টা দেরি! বিরক্ত তিলোত্তমা সোমের পরপর টুইট- পাল্টা জবাব কর্তৃপক্ষের

Share this article
click me!

Latest Videos

গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আরও এক Bangladeshi অনুপ্রবেশকারী গ্রেফতার
'তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই প্রান গেল তৃণমূল কাউন্সিলারের' বিস্ফোরক মন্তব্য Sujan Chakraborty-র
‘Mamata Banerjee দুই দিন পর BSF-কেও না রাষ্ট্রদ্রোহী বলে দেন’ পাল্টা দিলেন Adhir Ranjan Chowdhury
'জনজাতিদের নিচু করে মমতা আর মোদী মাথায় করে রাখে' পশ্চিম মেদিনীপুরে গিয়ে এ কী বললেন শুভেন্দু?
ফুটবল খেলার সময় এ কী ঘটে গেল! শোকের ছায়া Madhyamgram-এ | North 24 Parganas News Today