
Air India AI-171 Crash Latest Update : আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান AI-171-এর মর্মান্তিক দুর্ঘটনায় প্রায় যায় বিমানের ২৪২ জন যাত্রীর মধ্যে ২৪১ জনের। কিন্তু কেন এই দুর্ঘটনা? রহস্যভেদে চলছে তদন্ত।
Air India AI-171 Crash Latest Update : আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান AI-171-এর মর্মান্তিক দুর্ঘটনায় প্রায় যায় বিমানের ২৪২ জন যাত্রীর মধ্যে ২৪১ জনের। কিন্তু কেন এই দুর্ঘটনা? রহস্যভেদে চলছে তদন্ত। বেসামরিক বিমন প্রতিমন্ত্রী মুরলিধর মহল জানিয়েছেন, 'সম্ভাব্য নাশকতা'-এর বিষয়টি উড়িয়ে দিচ্ছে না তদন্তকারীরা। দিল্লিতে ব্ল্যাক বক্সের ডেটা বিশ্লেষণ করা হচ্ছে। একাধিক সংস্থা একযোগে তদন্ত করছে। ইঞ্জিনের ব্যর্থতা-সহ একাধিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার প্রথম মারাত্মক দুর্ঘটনা। বিমানবন্দরের নজরদারি এবং আবহাওয়া পরিস্থিতিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।