একধাক্কায় রিচার্জের খরচ ১১০ টাকা কমিয়ে দিল এই মোবাইল ফোন সংস্থা, গ্রাহকদের মুখে ফুটল হাসি

Published : Jan 27, 2025, 10:01 AM IST

সম্প্রতি ভারতে মোবাইল ফোন ব্যবহারকারীদের স্বস্তি দেওয়ার জন্য নতুন নির্দেশিকা জারি করেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। এর ফলে সব মোবাইল ফোন সংস্থাই রিচার্জের খরচ কমাতে বাধ্য হচ্ছে।

PREV
110
টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার নির্দেশিকায় মোবাইল ফোন ব্যবহারকারীদের মুখে হাসি ফুটল

সম্প্রতি মোবাইল ফোনের খরচ কমানোর জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। এই নির্দেশিকা কার্যকর করতে বাধ্য হচ্ছে মোবাইল ফোন সংস্থাগুলি।

210
টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার নির্দেশিকার পর রিচার্জের খরচ কমিয়ে দিল এয়ারটেল

ভারতের অন্যতম জনপ্রিয় মোবাইল ফোন সংস্থা এয়ারটেলের একাধিক রিচার্জ প্ল্যানের খরচ কমানোর কথা ঘোষণা করা হয়েছে।

310
এয়ারটেলের একটি জনপ্রিয় রিচার্জ প্ল্যানের খরচ ১১০ টাকা কমিয়ে দেওয়া হল

এয়ারটেলের বেশ কয়েকটি রিচার্জ প্ল্যান রয়েছে। এর মধ্যে একটি রিচার্জ প্ল্যানের খরচ ১১০ টাকা কমিয়ে দেওয়া হল।

410
এয়ারটেলের দীর্ঘমেয়াদী রিচার্জ প্ল্যান রিচার্জের খরচ ১১০ টাকা কমিয়ে দেওয়া হয়েছে

এয়ারটেলের ১,৯৫৯ টাকার রিচার্জ প্ল্যান ছিল। এই রিচার্জ প্ল্যানের খরচই ১১০ টাকা কমিয়ে দেওয়া হয়েছে।

510
এয়ারটেলের মধ্য মেয়াদের রিচার্জ প্ল্যানের খরচও কমিয়ে দেওয়ার কথা জানানো হয়েছে

এয়ারটেলের ৪৯৯ টাকার রিচার্জ প্ল্যানের খরচ ৩০ টাকা কমিয়ে দেওয়া হয়েছে। এর ফলে গ্রাহকদের সুবিধা হচ্ছে।

610
এয়ারটেলের গ্রাহকদের খরচ একধাক্কায় অনেকটাই কমে যাচ্ছে, ফলে তাঁরা স্বস্তিতে

এয়ারটেলের গ্রাহকদের মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী রিচার্জ প্ল্যানের খরচ কমে যাওয়ায় সবারই সুবিধা হচ্ছে।

710
এয়ারটেলের ১,৮৪৯ টাকার রিচার্জ প্ল্যানে কী সুবিধা পাওয়া যাবে জেনে নিন

এয়ারটেলের ১,৯৫৯ টাকার রিচার্জ প্ল্যানের খরচ এখন কমে হয়েছে ১,৮৪৯ টাকা। এই রিচার্জ প্ল্যানে ৩৬৫ দিনের ভ্যালিডিটির পাশাপাশি আনলিমিটেড ভয়েস কল, ৩৬০০টি এসএমএস পাওয়া যাবে। এছাড়া তিন মাসের জন্য হ্যালো টিউনস সাবস্ক্রিবশন, Apollo 24/7 সার্কেলের সদস্যপদ পাওয়া যাবে।

810
এয়ারটেলের ৪৬৯ টাকার রিচার্জ প্ল্যানে কী সুবিধা পাওয়া যাচ্ছে জেনে নিন

এয়ারটেলের ৪৯৯ টাকার রিচার্জ প্ল্যানের খরচ এখন কমে হয়েছে ৪৬৯ টাকা। এই রিচার্জ প্ল্যানে ৮৪ দিনের ভ্যালিডিটির পাশাপাশি আনলিমিটেড কল, ৯০০ এসএমএস পাওয়া যাবে। এছাড়া Apollo 24/7 সার্কেলের সদস্য পদ পাওয়া যাবে।

910
টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার নির্দেশে অন্য মোবাইল ফোন সংস্থাগুলিও খরচ কমাচ্ছে

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া সব মোবাইল ফোন সংস্থাকেই খরচ কমানোর নির্দেশ দিয়েছে।

1010
টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার নির্দেশে গ্রাহকরা নিজেদের প্রয়োজন অনুযায়ী রিচার্জ করার সুবিধা পাচ্ছেন

কোনও মোবাইল ফোন গ্রাহকের যদি শুধু ভয়েস কল, এসএমএস দরকার হয় এবং ডেটা প্রয়োজন না হয়, তাহলে তিনি সেই অনুযায়ী রিচার্জ করার সুবিধা পাচ্ছেন।

click me!

Recommended Stories