অরুণাচল প্রদেশের তরুণীকে সাংহাই বিমান বন্দরে হেনস্থার অভিযোগ, কড়া বার্তা ভারতের বিদেশ মন্ত্রকের

Published : Nov 26, 2025, 09:53 AM IST
Arunachal Woman detention at Shanghai airport

সংক্ষিপ্ত

Indian Woman Harass News: চিনের সাংহাই বিমান বন্দরে ভারতীয় তরুণীকে হেনস্থার অভিযোগে উত্তাল গোটা দেশ। ঘটনার প্রতিবাদে এবার মুখ খুলল ভারতীয় বিদেশ মন্ত্রক। কী বলছে বিবৃতিতে? বিশদে জানতে পড়ুন সম্পূ্র্ণ প্রতিবেদন…

Indian Woman Harass News: এক ভারতীয় তরুণীকে চিনের বিমানবন্দরে ঘন্টার পর ঘন্টা আটকে রেখে হেনস্থার অভিযোগ। অরুণাচল প্রদেশ ভারতের অংশ নয়। চিনের অংশ। বৈধ পাসপোর্ট -ভিসা থাকা সত্ত্বেও ওই চিন হয়ে জাপান যাওয়ার পথে পেমা নামের ওই তরুণীকে আটকে রাখে চিনের সাংহাই আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। অভিযোগ, চিনা অভিবাসন দফতরের তরফে তাকে হেনস্থা করা হয়। গোটা বিষয়টি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন পেমা নামের অরুণাচল প্রদেশের বাসিন্দা ওই তরুণী। এরপরই গোটা বিষয়টি প্রকাশ্যে আসতে নড়েচড়ে বসে ভারতের বিদেশ মন্ত্রক। নয়াদিল্লির তরফে চিনকে দেওয়া হয়েছে কড়া বার্তা।

বিবৃতিতে কী জানিয়েছে নয়াদিল্লি?

ভারতীয় তরুণীকে চিনের সাংহাই বিমানবন্দরে হেনস্থার অভিযোগ সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা পোস্ট করে কড়া বিবৃতি দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। মঙ্গলবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল চিনের বিদেশ মন্ত্রককে একটি কড়া বার্তা দিয়েছেন। যেটি তিনি নিজেও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন যে-''অরুণাচল প্রদেশ কোনও ভাবেই চিনের অংশ হতে পারে না। এটি ভারতেরই অংশ। এবং চিরন্তন সত্য। আর এই সত্য চিন কোনও ভাবেই পাল্টে ফেলতে পারবে না।''

 

 

তিনি আরও বলেন, ''আমরা অরুণাচল প্রদেশের একজন ভারতীয় নাগরিককে স্বেচ্ছাচারী ভাবে আটকের বিষয়ে চিনা বিদেশ মন্ত্রকের বিবৃতি দেখেছি। তাঁর বৈধ পাসপোর্ট ছিল এবং তিনি জাপানে যাওয়ার সময় সাংহাই আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যাচ্ছিলেন। আন্তর্জাতিক উড়ানে সওয়ার সমস্ত দেশের নাগরিকদের জন্য ২৪ ঘন্টা পর্যন্ত ভিসা মুক্ত ট্রানজিটের অনুমতি দেওয়া বাধ্যতামূলক। বেজিং এ ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন করেছে।''

জানা গিয়েছে, চিনের সাংহাই বিমানবন্দরে ভারতীয় তরুণীকে হেনস্থার বিষয়টি অস্বীকার করে পাল্টা বিবৃতি দিয়েছিল বেজিং। সেখানে বেজিং দাবি করেছিল যে, ''ওই তরুণীকে কোনও রকম হেনস্থা করা হয়নি। বরং তাঁকে জলখাবার দেওয়া হয়েছিল।'' এরপর আরও একটি বিবৃতিতে বেজিং ফের অরুণাচল প্রদেশকে চিনের অংশ বলে দাবি করে। তারপরই মঙ্গলবার রাতে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে চিনকে দেওয়া হয় কড়া বার্তা।

প্রসঙ্গত, গত শুক্রবার অরুণাচল প্রদেশের বাসিন্দা পেমা নামের ওই তরুণী লন্ডন হয়ে জাপান যাচ্ছিলেন। জাপান যাওয়ার জন্য চিনের সাংহাই আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তার বিমান পাল্টে অন্য বিমানে যাওয়ার কথা ছিলো। অভিযোগ, সেই সময় সাংহাই বিমানবন্দরের অভিবাসন দফতরের তরফে তার পাসপোর্ট আটকে রেখে দেয়। এমনকি তাকে প্রায় ১৮ ঘন্টা ধরে হেনস্থা করা হয়।

 অভিযোগ, ওই সময় তাকে একাধিকবার ভারতীয়-ভারতীয় বলে ডাকা হয়। এমনকি বিমানবন্দরের কর্মীরা তাকে হেনস্থা করে বলে অভিযোগ করেছেন ওই তরুণী। পরে  সাংহাইতে অবস্থিত ভারতীয় দূতাবাসের সাহায্য জাপান রওনা দেন তিনি। এবং জাপান পৌঁছে গোটা বিষয়টি তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানান। তারপরই নড়েচড়ে বসে বিদেশ মন্ত্রক। বেজিংকে দেওয়া হয় কড়া বার্তা। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!