
Uttarakhand News: উত্তরাখণ্ডের বিখ্যাত পর্যটন কেন্দ্র আলমোড়ায় (Almora) এক সরকারি স্কুলের কাছ থেকে উদ্ধার হল ১৬১টি জিলেটিন স্টিক (Gelatin Sticks)। এতগুলি জিলেটিন স্টিক উদ্ধার হওয়ায় নিস্তরঙ্গ শৈলশহরে উদ্বেগ তৈরি হয়েছে। এই জিলেটিন স্টিকগুলির মাধ্যমে শক্তিশালী বিস্ফোরণ ঘটানো যেত। কে বা কারা এই বিস্ফোরক এনে রেখেছিল, আলমোড়াতেই নাশকতার ছক ছিল না অন্য কোথাও জিলেটিন স্টিকগুলি নিয়ে যাওয়া হচ্ছিল, সেসব জানার জন্য তদন্ত শুরু করেছে উত্তরাখণ্ড পুলিশ (Uttarakhand Police)। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আলমোড়া ও পার্শ্ববর্তী শহরগুলির নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। আলমোড়ার কাছেই রানিখেতে (Ranikhet) সেনাবাহিনীর (Indian Army) ঘাঁটি রয়েছে। ফলে এই অঞ্চলে বিস্ফোরক উদ্ধার হওয়া অত্যন্ত সংবেদনশীল ঘটনা। জঙ্গিরা সেনাঘাঁটিতে হামলার চক্রান্ত করেছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। জিলেটিন স্টিক সাধারণত পাথর ফাটিয়ে রাস্তা তৈরির কাজে ব্যবহার করা হয়। কিন্তু এক্ষেত্রে কী উদ্দেশ্য ছিল, তা জানার জন্য তদন্ত করা হচ্ছে।
উত্তরাখণ্ড পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে সরকারি উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক পুলিশে খবর দেন। তিনি জানান, স্কুলের পড়ুয়ারা খেলার সময় ঝোপের মধ্যে সন্দেহজনক বস্তু দেখতে পায়। এই খবর পেয়েই পুলিশের এক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। ওই অঞ্চল থেকে সবাইকে সরিয়ে দেওয়া হয়। বম্ব ডিসপোজাল স্কোয়াড ও ডগ স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছয়। শুরু হয় তল্লাশি। এরপর জিলেটিন স্টিক উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। ঘটনাস্থল থেকে নমুনাও সংগ্রহ করা হয়। ভারতীয় বিস্ফোরক আইনে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
আলমোড়ার সিনিয়র পুলিশ সুপার দেবেন্দ্র পিনচা জানিয়েছেন, ‘দাবরা গ্রামে ১৬১টি জিলেটিন স্টিক উদ্ধার করা হয়েছে। স্কুলের কাছে ঝোপের মধ্যে ছিল জিলেটিন স্টিকগুলি। স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিডিএস দলকে খবর দেয়। এরপর তদন্ত শুরু হয় এবং পুরো অঞ্চলে তল্লাশি চালানো হয়। আইনের উপযুক্ত ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।