Medicine: গুণগত পরীক্ষায় ডাহা ফেল ১০৪টি ওষুধ, এক নজরে দেখে নিন ফেল করা ওষুধ খাচ্ছিলেন নাতো আপনি?

Published : Mar 29, 2025, 04:07 PM IST
medicines

সংক্ষিপ্ত

Medicine News: ফের গুণগত মানের পরীক্ষায় দেশে ফেল করল ১০৪টি ওষুধ (medicines faill India)। এর মধ্যে এ রাজ্যের সেন্ট্রাল ড্রাগ ল্যাবে ২৭টি, রাজ্যের ড্রাগ ল্যাবে ১টি করে ওষুধ ফেল করেছে বলে জানা গিয়েছে। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন…  

Medicine News: ফের গুণগত মানের পরীক্ষায় দেশে ফেল করল ১০৪টি ওষুধ (medicines faill India)। এর মধ্যে এ রাজ্যের সেন্ট্রাল ড্রাগ ল্যাবে ২৭টি, রাজ্যের ড্রাগ ল্যাবে ১টি করে ওষুধ ফেল করেছে বলে জানা গিয়েছে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির পর এই নিয়ে চতুর্থবার তথা মার্চ মাসেও ফেল করল দেশের মোট ১০৪টি ওষুধের গুণগত মান।

সূত্রের খবর, গুণগত মানের পরীক্ষায় ফেল করা ওষুধের তালিকায় রয়েছে রাজ্যের (West Nengal Medicine) দুটি কোম্পানির ওষুধও। ইতিমধ্যে সংশ্লিষ্ট ওষুধগুলির তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ (Central Drug Control Bureau)। জানা গিয়েছে, ওই নির্দেশে পরিষ্কার ভাবে বলা হয়েছে যে, সংশ্লিষ্ট ওষুধগুলি ব্যবহারের অযোগ্য, 'নট ফর স্ট্যান্ডার্ড কোয়ালিটি ড্রাগস'। বিষয়টি প্রকাশ্যে আসতেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে স্বাস্থ্য মহলে। আশঙ্কায় রোগি ও তাদের পরিবার। শহরবাসীর একাংশের মতে, "ওষুধও যদি জাল হয়, তাহলে আর কী বলার আছে! কীভাবেই বা বুঝব কোনটি ওরিজিনাল আর কোনটি জাল?"

অন্যদিকে এই বিষয়ে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বোর্ডের দাবি, এজন্য নিয়মিত ওষুধের পরীক্ষা করা হয়। তারই ভিত্তিতে মোট চার দফায় ৪৯৭টি ওষুধকে চিহ্নিত করা হয়েছে। জানা গিয়েছে, রোগ হলে যেমন রোগ সারাতে ওষুধের প্রয়োজন হয়, তেমনই ওষুধের মধ্যে রোগ রয়েছে কিনা, এ বিষয়ে নিশ্চিত করতে ল্যাবে ওষুধের গুণগত মান পরীক্ষা করা হয়। সেই গুণগত মানের পরীক্ষায় ফেল করা ওষুধের তালিকায় দিয়েছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বোর্ড।

আরও জানা গিয়েছে, প্রেসারের ওষুধ থেকে প্যারাসিটামল, নার্ভ থেকে হার্টের অসুখের ওষুধ। ব্যাকটেরিয়া সংক্রমণের প্রতিরোধ থেকে সাধারণ স্যালাইন, খিঁচুনি কমানোর ওষুধ। ভিটামিন সি-র ঘাটতি থেকে খাদ্যনালীর সমস্যা সংক্রান্ত চিকিৎসা, পক্সের টিকা, প্রচলিত অ্যান্টিবায়োটিক সবই রয়েছে এই তালিকায়। এমনকী ব্যথা কমানো, লিভারের অসুখ, স্ত্রীরোগে ব্যবহৃত হওয়া ওষুধও রয়েছে এই ফেলের তালিকায়।

প্রসঙ্গত, এদিকে চলতি বছরের শুরুতেই স্যালাইনের বিষক্রিয়ায় মেদিনীপুর মেডিক্যালে প্রসূতি মৃত্যুর অভিযোগ তোলপাড় হয়ে গিয়েছিল রাজ্য। ঘটনার রেশ পৌঁছয় কলকাতা হাইকোর্টে। তারপর অতি সম্প্রতি বর্ধমান মেডিক্যালেও স্যালাইন দেওয়ার পর সাত প্রসূতি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এবার ওষুধ সংক্রান্ত ফেল করার রিপোর্ট প্রকাশ্যে আসায় স্বাভাবিক ভাবেই সাধারণ মানুষের মনে তৈরি হচ্ছে অজানা আশঙ্কা!

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: IndiGo উড়ান পরিষেবায় অচলাবস্থা অব্যাহত, সমস্যায় যাত্রীরা
পুতিনকে দেওয়া মোদীর ৬টি উপহার দেখুন ছবিতে, তালিকায় রয়েছে বাংলার বিখ্যাত এই জিনিসটি