প্রতি ইঞ্চি থেকে তাড়ানো হবে বেআইনি অধিবাসীদের! রাজ্যসভায় এনআরসি নিয়ে বড় ঘোষণা

  • শুধু অসম নয়, সারা দেশেই চালু হবে এনআরসি
  • বুধবার রাজ্যসভায় জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
  • সমাজবাদী পার্টির সাংসদ জাভেদ আলি খান এই নিয়ে প্রশ্ন করেছিলেন
  • আপাতত সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে অসমের নাগরিকপঞ্জী সংশোধনের কাজ চলছে

শুধু অসম নয়, সারা দেশেই চালু হবে এনআরসি। দেশের প্রতি ইঞ্চি থেকে বেআইনি শরণার্থীদের খুঁজে বের করবে কেন্দ্র। আর তারপর আন্তর্জাতিক আইন মেনে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। বুধবার রাজ্যসভায় সমাজবাদী পার্টির সাংসদ জাভেদ আলি খানের এক প্রশ্নের উত্তরে সারা দেশে জাতীয় নাগরিকপঞ্জী তৈরি ও প্রয়োগের বিষয়টি পরিষ্কার করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এদিন তিনি সমাজবাদী পার্টির ওই নেতার প্রশ্নের জবাবে বলেন, এনআরসি অসম অ্যাকর্ডের অংশ। বিজেপিও তাদের ম্যানিফেস্টোতে এনআরসি চালুর প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় ফিরেছে। 'দেশের মাটির প্রতি ইঞ্চি' থেকে বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের নিজদেশে ফেরত পাঠানো হবে।

Latest Videos

এর আগে প্রথমবার অসমে যে জাতীয় নাগরিকপঞ্জীর তালিকা তৈরি করা হয়েছিল, সেখান বহু মানুষের নাম বাদ গিয়েছিল। আবার বেশ কিছু ভুল নামও ঢুকে গিয়েছিল। ফলে সুপ্রিম কোর্টের অধীনে এই তালিকা সংশোধনের কাজ চলছে। আগামী ৩১ জুলাইয়ের মধ্য়ে এই কাজ শেষ করার কথা।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, প্রায় ২৫ লক্ষ মানুষ কেন্দ্রীয় সরকার ও রাষ্ট্রপতির কাছে এই বুল সংশোঝনের সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করেছেন। সেইমতো সরকারও সুপ্রিম কোর্টের কাছে এই সময় বাড়ানোর জন্য আবেদন করেছে। রাই জানিয়েছেন, তাবলিকা তৈরিতে একটু সময় লাগলেও একেবারে নিখুঁত করে সেই তালিকা তৈরি করা হবে।

 

Share this article
click me!

Latest Videos

Bangladesh-এ এবার চিন্ময় কৃষ্ণ দাসের ভক্তদের উপর আক্রমণ, গর্জে উঠে যা বললেন Suvendu Adhikari
গ্ল্যামারাস লুকে ঘুম উড়ালেন Sushmita Sen! #shorts #shortsfeed #bollywood #shortsviral #shortsvideo
'Firhad Hakim ও Kalyan Banerjee কে ফের একবার তীব্র আক্রমণ Humayun Kabir-এর, দেখুন কী বললেন
Mamata Banerjee Live: নৈহাটির বড়মা'র দরবারে মমতা, দেখুন সরাসরি
'আমরা কিন্তু চুপ করে বসে থাকব না Yunus' চিন্ময় প্রভুর গ্রেফতারিতে চরম হুঁশিয়ারি Agnimitra-র