হাসবে কাশ্মীর, শেষ হবে সন্ত্রাস, ৩৭০ বাতিল নিয়ে বিরোধীদের জবাব অমিত শাহের

  • কাশ্মীর পুনর্গঠন বিল পেশ রাজ্যসভায়
  • বিরোধীদের সমর্থন চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • সিদ্ধান্তে কাশ্মীরে শেষ হবে সন্ত্রাস, অশান্তি
  • সংসদে দাবি করলেন অমিত শাহ

debamoy ghosh | Published : Aug 5, 2019 1:09 PM IST / Updated: Aug 05 2019, 07:03 PM IST

৩৭০ ধারা বাতিল করলে কাশ্মীরবাসীরই মঙ্গল হবে। ভারতের অভিন্ন অংশ হয়ে উঠবে কাশ্মীর। সবথেকে বড় কথা, ৩৭০ এবং ৩৫এ ধারা বাতিল হওয়ায় কাশ্মীর থেকে সন্ত্রাসবাদ নির্মূল হবে বলেও বিরোধীদের সমালোচনার জবাব দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ৩৭০ ধারা বাতিলের সমর্থনে রাজ্যসভায় জম্মু কাশ্মীর পুনর্গঠন বিল পেশ করে তাঁর দাবি, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে খুব শিগগিরই হাসবে কাশ্মীর। দ্রুত কাশ্মীরের স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসবে বলেও এ দিন রাজ্যসভায় দাবি করেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য আত্মবিশ্বাসের সঙ্গেই দাবি করেছেন, সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে গেলেও বিশেষ লাভ হবে না বিরোধীদের। সবশেষে বিরোধীদের কাছে সরকারের ৩৭০, ৩৫ এ ধারা বাতিল এবং জম্মু কাশ্মীর ও লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার প্রস্তাবে আনা বিল সমর্থনের আবেদন জানিয়েছেন তিনি। বিরোধীদের কটাক্ষ করে অবশ্য অমিত শাহ দাবি করেছেন, রাজনৈতিক সদিচ্ছা ছিল বলেই এই সাহসী সিদ্ধান্ত নিতে পেরেছে মোদী সরকার। এক নজরে দেখে নেওয়া যাক বিরোধীদের জবাব দিয়ে কী বললেন কেন্দ্রয় স্বরাষ্ট্রমন্ত্রী- 

Share this article
click me!