নরেন্দ্র মোদী না অমিত শাহ - কে হবেন দেশের প্রধানমন্ত্রী? কেজরির প্রশ্নের উত্তর দিলেন বিজেপি নেতা

Published : May 11, 2024, 07:21 PM IST
PM Modi and Amit Shah

সংক্ষিপ্ত

অরবিন্দ কেজরিওয়ালের প্রশ্নের উত্তর দিতে হায়দ্রাবাদে সাংবাদিক সম্মেলন করলেন অমিত শাহ। প্রধামমন্ত্রীর পদ নিয়ে বললেন তিনি। 

জেল থেকে বেরিয়ে সাংবাদিক বৈঠকে রীতিমত বোমা ফাটিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। অরবিন্দ কেজরিওয়ালের একাধিক প্রশ্ন ও অভিযোগের উত্তর দিতে এদিন আসরে নামেন স্বয়ং বিজেপির চাণক্য অমিত শাহ। তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রী হবেন ও থাকবেন নরেন্দ্র মোদী।

আপ প্রধানের দাবি , তৃতীয় মেয়াদের জন্য যদি বিজেপি দিল্লির ক্ষমতা দখল করে তাহলে দেশের প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। কিন্তু সেপ্টেম্বরের মধ্যেই দিল্লির মসনদে বড় রদবদল হবে। প্রধানমন্ত্রী হিসেবে মোদীকে সরিয়ে দেওয়া হবে। তাঁর বদলে সেখানে বসান হবে তাঁরই অনুগামী অমিত শাহকে। কেজরিওয়াল বলেন, 'ওরা (বিজেপি) বলছে ইন্ডিয়া জোট জিতলে প্রধানমন্ত্রী কে হবে। আমার প্রশ্ন, আপনাদের প্রধানমন্ত্রী কে হবেন?' তারপরই তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বয়স ৭৫ বছর হচ্ছে আগামী ১৭ সেপ্টেম্বর। তিনি নিজেই নিয়ম ককেছেন ৭৫ বছর বয়স হলেই দলের নেতারা অবসর নেবেন। লালকৃষ্ণ আডবানী মুরলী মনোহর জোশী, সুমিত্রা মহাজনরা এই নিয়মের বলি হয়েছেন। তাহলে ১৭ সেপ্টেম্বরের পরে মোদীও অবসর নেবেন। তারপরই কেজরিওয়ালের প্রশ্ন 'মোদী অবসর নিলে কে হবেন প্রধানমন্ত্রী? কে পুরণ করবে মোদী গ্যারান্টি? তাহলে কি মোদী নিজে বিশ্বস্ত সঙ্গী অমিত শাহকে বসাবেন দিল্লির মসনদে?' কেজরিওয়াল আরও বলেন, 'মনে রাখুন আপনি মোদীকে ভোট দিচ্ছেন না। দিচ্ছেন অমিত শাহকে। '

কেজরিওয়ালের এই সব প্রশ্নের উত্তর দিতে সাংবাদিক বৈঠক করেন অমিত শাহ। তিনি বলেন, নরেন্দ্র মোদী আবার দেশের প্রধানমন্ত্রী হবেন। তাঁর তৃতীয় মেয়াদও তিনি পূর্ণ করবেন। তিনি আরও বলেন, 'আমি কেজরিওয়াল ও ইন্ডিয়া জোটকে বলতে চাই যে মোদীজির ৭৫ বছর বয়সে খুশি হওয়ার দরকার নেই। বিজেপির সংবিধানে লেখা নেই যে মোদীজি প্রধানমন্ত্রী হতে পারবেন না। '

কেজরিওয়ালের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি সোশ্যাল মিডিয়ায় বলেন, 'এখন তারা মোদীজির বয়সের অজুহাত তৈরি করে উপায় খুঁজছে। বিজেপির সংবিধানে কোথাও বয়স সংক্রান্ত এমন কোনও বিধান নেই... মোদীজি আমাদের নেতা এবং ভবিষ্যতেও আমাদের নেতৃত্ব দেবেন'।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

'হিন্দু রেট অফ গ্রোথ'! ভারতের ডিজিপি বাড়তেই হিন্দুদের অপমান নিয়ে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনে পেনশন ও ডিএ নিয়ে নতুন মোড়! এক কোটি পরিবারকে স্বস্তি দিয়ে সরকার দিল বড় আপডেট