অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে বড় কেলেঙ্কারি, মুম্বই পুলিশের জালে ২

Published : Jul 14, 2024, 09:53 PM IST
Anant ambani radhika merchant with PM Modi

সংক্ষিপ্ত

 রবিবার মুম্বই পুলিশ জানিয়েছে, ভেঙ্কটেশ নারাসাইয়া আলিরু নামে একজনকে গ্রেফতার করা হটেছে। ২৬ বছরের তরুণ নিজেকে ইউটিউবার হিসেবে পরিচয় দিয়েছিল।

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে বড় কেলেঙ্কারি। হাই প্রোফাইল বিয়েবাড়িতে বিনা নিমন্ত্রণে ঢোকার চেষ্টা করে পুলিশের হাতে ধরা পড়ল দুই যুবক। কোটি কোটি টাকার বিয়ে দেখার আশায় দুই তরুণ সুদূর অন্ধ্র প্রদেশ থেকে এসেছিল। কিন্তু কড়া নিরাপত্তার ব্যবস্থার থাকায় বিয়ে বাড়ির পরিবর্তনে তাদের যেতে হল শ্রীঘরে।

রবিবার মুম্বই পুলিশ জানিয়েছে, ভেঙ্কটেশ নারাসাইয়া আলিরু নামে একজনকে গ্রেফতার করা হটেছে। ২৬ বছরের তরুণ নিজেকে ইউটিউবার হিসেবে পরিচয় দিয়েছিল। সে নিরাপত্তা রক্ষীদের চোখে ধুলো দিয়ে নীতা ও মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে ঢোকার চেষ্টা করেছিল। অন্যজন মহম্মদ শফি শেখ, বয়স ২৮। তাকেও আটক করেছিল পুলিশ। তবে সে নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়েছিল। কোটি কোটি টাকার বর্ণঢ্য বিয়ের অনুষ্ঠানে সরিক হওয়ার আশায় অন্ধ্র প্রদেশ থেকে এসেছিল। দুজনকেই মুম্বই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়। তবে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছিল। পুলিশ জানিয়েছে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অনন্ত আম্বানি এবং রাধিকা বণিকের বিবাহ, এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির দ্বারা আয়োজিত একটি জমকালো জমকালো অনুষ্ঠান, বিশ্ব সেলিব্রিটি, ব্যবসায়িক ম্যাগনেট এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ ও বিদেশের হাইপ্রোফাইল ব্যক্তিত্ব। তাই নিরাপত্তাও ছিল জোরদার। অনন্ত আম্বানি , রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ও নীতা আম্বানির ছোট ছেলে। বিয়ে করছেন কোটিপতি ব্যবসায়ী বীরেন মার্চেন্ট ও শায়লা মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টকে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী মাসব্যাপী বিয়ের অনুষ্ঠানে খরচ হয়েছে প্রায় ৫.০০০ কোটি টাকা। আম্বানি পরিবারের মোট সম্পদের মাত্র ০.০৫ শতাংশ।

 

PREV
click me!

Recommended Stories

'ইন্ডিগো হায়-হায়'! বিমানের মধ্যেই উঠল স্লোগান, কী হয়েছিল জানতে দেখুন ভাইরাল ভিডিও
এবার মুম্বইয়ে BJP মেয়র? BMC নির্বাচনের পর বুথ ফেরত সমীক্ষায় তেমনই ইঙ্গিত