এই ঘটনার সঙ্গে গতকালের ঘটনার কোনও যোগ নেই। তাঁদের পক্ষ থেকে এও জানানো হয়েছে যে এই সৈনিকের মৃত্যু দুর্ঘটনাবশত
চার নয়, গতকাল পঞ্জাবের ভাটিন্ডার সেনা ক্যাম্পে গুলিবিদ্ধ হয় মৃত্যু হয় আরও এক জওয়ান। তবে এই জওয়ানের মৃত্যুর সঙ্গে গতকালের সেনা ছাউনিতে গুলির হামলার কোনও সম্পর্ক নেই বলেই জানিয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। সেনাবাহিনীর পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে সৈন্য নিহত হয়েছেন তিনি ভাটিন্ডা সামরিক স্টেশনে অবস্থানরত একটি ভিন্ন ইউনিটে ছিলেন। এই ঘটনার সঙ্গে গতকালের ঘটনার কোনও যোগ নেই। তাঁদের পক্ষ থেকে এও জানানো হয়েছে যে এই সৈনিকের মৃত্যু দুর্ঘটনাবশত গুলি লাগার কারণে হয়েছে। ও সেনা ছাউনির এক সিনিয়র অফিসার একটি বিশিষ্ট সংবাদ সংস্থাকে জানিয়েছেন,'যে সৈনিক মারা গেছে সে সেনাবাহিনীর মতে একটি পৃথক ইউনিটের ছিল। এই ঘটনার সাথে অন্য চারজন সৈন্যের কোন সম্পর্ক নেই যারা মারা গেছে। দেহগুলির ময়নাতদন্ত করা হবে। সেনাবাহিনী আমাদের জানিয়েছে যে তিনি দুর্ঘটনাজনিত গুলি লেগে মারা গেছে। আমরা মামলাটি তদন্ত করছি, আমাদের তদন্ত কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছেছেন।'
সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশ করা বিবৃতি অনুসারে,'একজন সৈনিক ১২ এপ্রিল ২০২৩ তারিখে আনুমানিক বিকেল ৪.৩০ এ বন্দুকের গুলিতে আহত হয়ে মারা যান। সৈনিক তার পরিষেবা অস্ত্র নিয়ে সেন্ট্রি ডিউটিতে ছিলেন। সৈনিকের পাশে একই অস্ত্র থেকে অস্ত্র এবং কার্তুজের কেস পাওয়া গেছে। বন্দুকের গুলির ক্ষতটি ডান টেম্পোরাল অঞ্চলের কাছে ছিল। তাকে অবিলম্বে সামরিক হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু তার আঘাতে তিনি মারা যান, সৈনিক ১১ এপ্রিল 2023 তারিখে ছুটি থেকে ফিরে এসেছিলেন। মামলাটি আত্মহত্যার চেষ্টা বলে মনে করা হচ্ছে। এর সাথে কোনও সংযোগ নেই বাথিন্দা মিলিটারি স্টেশনে ভোর ৪.৩০- এ ঘটে যাওয়া ঘটনার সঙ্গে কোনও সম্পর্ক নেই।'
বুধবারের সকালেই দুঃসংবাদ। পঞ্জাবের ভাটিন্ডার সামরিক ছাউনিতে আচমকাই গুলিবৃষ্টি। ঘটনায় মৃত চার। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। আচমকাই গুলি চলার ঘটনায় শোরগোল সেনা ছাউনিতেও। জানা যাচ্ছে ১২ এপ্রিল, বুধবার ভোট সাড়ে চারটে নাগাদ গুলি চলে পঞ্জাবের ভাটিন্ডার সামরিক ছাউনিতে। ঘটনায় গুলিবিদ্ধ হয় মৃত্যু হয় চার জওয়ানের। কে বা কারা এই কাজের সঙ্গে যুক্ত সেবিষয় পরিষ্কার করে কিছুই জানা যায়নি। তবে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।
সেনার তরফে জারি হওয়া বিবৃতি অনুসারে, 'বুধবার ভোর সাড়ে চারটে নাগাদ সেনা ছাউনিতে গুলি চলে। সঙ্গে সঙ্গে মোতায়েন করা হয় 'ক্যুইক রিঅ্যাকশন টিম'। গোটা এলাকা ঘিরে ফেলে চলছে তল্লাশি অভিযান। চার জনের মৃত্যু হয়েছে।' ভাটিন্ডার এসএসপি গুলনীত খুরানা জানিয়েছেন, প্রাথমিক সন্দেহ সেনা জওয়াদের দিকেই যাচ্ছে। ধারণা করা হচ্ছে কোনও সেনা জওয়ানই গুলি চালিয়েছে এবং তাতেউ বাকিরা গুলিবিদ্ধ হয়েছে।
আরও পড়ুন -
পঞ্জাবের ভাটিন্ডার সামরিক ছাউনিতে আচমকাই গুলিবৃষ্টি, ঘটনায় মৃত চার
চিন ও পাকিস্তানকে কড়া বার্তা দিল মোদী সরকার! সিদ্ধান্তে হতবাক দুই প্রতিবেশী দেশ
কর্ণাটক বিধানসভার জন্য দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, বাকি ১২টি আসনে প্রার্থী ঘোষণা