ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! লাইনচ্যুত হল চন্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস, জোর কদমে চলছে উদ্ধারকাজ

Published : Jul 18, 2024, 04:38 PM ISTUpdated : Jul 18, 2024, 08:35 PM IST
Chandigarh Dibrugarh rail accident

সংক্ষিপ্ত

ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! লাইনচ্যুত হল চন্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস, জোর কদমে চলছে উদ্ধারকাজ

ফের ভয়াবহ রেল দুর্ঘটনা! ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে পড়ল চণ্ডিগড়-ডিব্রুগড় এক্সপ্রেস। উত্তরপ্রদেশের গোণ্ডায় লাইনচ্যুত হয়ে গেল ট্রেনটি। ট্রেনটির প্রায় ১২টি কামরা লাইনচ্যুত হয়ে পড়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী চারজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৬০ জন।  

বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ ঘটেছে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি। ইতিমধ্যেই ২ জনের মৃ্ত্যুর খবর পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে।

ঘটনাস্থলে জোর কদমে চলছে উদ্ধারকাজ। একাধিক জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ট্রেন থেকে নেমে লাগেজ নিয়ে রেল লাইনে দাঁড়িয়ে রয়েছেন বহু যাত্রীরা। হতাহতের আসল সংখ্যা এখনও পর্যন্ত জানা যায়নি। ঠিক কতজন আহত হয়েছে সেই সম্পর্কেও সঠিক কোনও ধারণা দেয়নি রেল।

ত্রাণ নিয়ে ঘটনাস্থলে আধিকারিকদেপ পৌঁছানোর নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ।

চণ্ডীগড় থেকে ডিব্রুগড়ের পথে যাচ্ছিল 15904 চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস । ঝালাহি স্টেশনের কাছে দুর্ঘটনার মুখে পড়ে ট্রেনটি। কিন্তু ঠিক কী কারণে ট্রেনটি লাইনচ্যুত হল তা এখনও জানা যায়নি।

সাহায্যের জন্য 8957409292, 8957400965 এই দুই নম্বরে যোগাযোগ করতে পারেন।

PREV
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: IndiGo উড়ান পরিষেবায় অচলাবস্থা অব্যাহত, সমস্যায় যাত্রীরা
পুতিনকে দেওয়া মোদীর ৬টি উপহার দেখুন ছবিতে, তালিকায় রয়েছে বাংলার বিখ্যাত এই জিনিসটি