Apache Helicopters: দীর্ঘ প্রতীক্ষার অবসান! ভারতীয় সেনাবাহিনীর হাতে চলে এল অত্যাধুনিক হেলিকপ্টার, 'উড়ন্ত ট্যাঙ্ক'

Published : Jul 22, 2025, 03:38 PM IST
Apache helicopters

সংক্ষিপ্ত

Apache Helicopters: সত্যিই যেন দীর্ঘ অপেক্ষার অবসান। প্রায় ১৫ মাস প্রতীক্ষার পর, ভারতীয় সেনাবাহিনীর হাতে চলে এল অ্যাপাচে হেলিকপ্টার।  

Apache Helicopters: ‘উড়ন্ত ট্যাঙ্ক’ এবার ভারতীয় সেনার হাতে। সত্যিই যেন দীর্ঘ অপেক্ষার অবসান। প্রায় ১৫ মাস প্রতীক্ষার পর, ভারতীয় সেনাবাহিনীর হাতে চলে এল অ্যাপাচে হেলিকপ্টার (apache helicopter news)।

মঙ্গলবার, তিনটি অ্যাপাচে হেলিকপ্টার নিয়ে উত্তরপ্রদেশের হিন্ডন বায়ুসেনা ঘাঁটিতে অবতরণ করে একটি মার্কিন পরিবহণ বিমান। এই নিয়ে ভারতীয় সেনার হাতে এল মোট ২৫টি অ্যাপাচে হেলিকপ্টার। প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনুযায়ী, আরও ৩টি অ্যাপাচে কপ্টার ২০২৫ সালের শেষদিকে ভারতের হাতে তুলে দেব আমেরিকা (apache helicopter indian army)। 

‘উড়ন্ত ট্যাঙ্ক’ নামে পরিচিত হল এই অ্যাপাচে কপ্টার

 

 

উল্লেখ্য, গত ২০২০ সালে, মোট ৬টি অ্যাপাচে AH-64E হেলিকপ্টার কেনার জন্য মার্কিন সংস্থা বোয়িং-এর সঙ্গে চুক্তি সই করেছিল ভারতীয় সেনা। প্রায় ৪ হাজার ১০০ কোটি টাকার ঐ চুক্তি অনুযায়ী, ২০২৪ সালের মে-জুন মাসের মধ্যেই এই তিনটি কপ্টার চলে আসার কথা ছিল। কিন্তু সেই তারিখ পিছিয়ে করা হয় ডিসেম্বর। তবে তারপরও ডেলিভারি না হওয়ার পর, সেনার উচ্চপদস্থ কর্তারা বলেন, অ্যাপাচে হেলিকপ্টারের প্রথম ব্যাচটি ২০২৫ সালের মে মাসে আসবে। 

কিন্তু প্রতিরক্ষা মন্ত্রক পরে জানায়, প্রযুক্তিগত কিছু সমস্যার জেরেই কিছুটা দেরি হচ্ছে। অপরিদকে, গত ২০২৪ সালের মার্চ মাসেই পাকিস্তান সীমান্তে প্রথম অ্যাপাচে স্কোয়াড্রন গঠন করে ফেলে ভারতীয় সেনা। ইতিমধ্যেই ভারতীয় সেনার বিমান চালকরা তাদের প্রশিক্ষণ সম্পন্ন করে ফেলেছেন। শেষপর্যন্ত, দীর্ঘ ১৫ মাস দেরি হওয়ার পর, চুক্তি অনুযায়ী প্রথম ব্যাচের তিনটি হেলিকপ্টার চলে এল ভারতের হাতে।

 

 

একসঙ্গে একাধিক কাজ করতে পারে এই কপ্টারগুলি 

ভারতীয় বায়ুসেনার হাতে রয়েছে মোট ২২টি অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার। তার মধ্যে ১১টিতে রয়েছে ‘লং বো ফায়ার কন্ট্রোল রাডার' এবং রয়েছে মিসাইল সিস্টেম। যা নিমেষে শেষ করে দিতে পারে প্রতিপক্ষের ট্যাঙ্ক। সর্বোচ্চ ২০ হাজার ফুট উচ্চতা থেকে ৩০০ কিমি/প্রতি ঘণ্টায় উড়তে সক্ষম এই হেলিকপ্টার। একেবারে নিখুঁত নিশানায় আঘাত হানতে সক্ষম। কারণ এই হেলিকপ্টারগুলিতে রয়েছে TADS প্রযুক্তি এবং নাইট ভিশন সেন্সর। যার মাধ্যমে রাতের অন্ধকারে কিংবা খারাপ আবহাওয়ার মধ্যেও শত্রুকে ধ্বংস করে দেওয়া যাবে। 

শুধু তাই নয়, ড্রোন নিয়ন্ত্রণ এবং ডেটা লিঙ্ক করার ক্ষমতাও রয়েছে সেগুলিতে। নিঃসন্দেহে অত্যাধুনিক ক্ষমতাসম্পন্ন হেলিকপ্টার। তাই এর নাম ‘উড়ন্ত ট্যাঙ্ক’। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

১৫ ডিসেম্বর শেষ দিন! এই কাজ না করলে গুনতে হবে জরিমানা, বিজ্ঞপ্তি জারি আয়কর বিভাগের
স্বাগত জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী, হায়দরাবাদে মেসির জন্য বাড়তি নিরাপত্তা